সিঙ্গাপুর কাজের ভিসা কত টাকা


সিঙ্গাপুর কাজের ভিসা কত টাকা বর্তমান সময়ের সকলেরই সিঙ্গাপুরে কাজ করার স্বপ্ন এখন অনেক৷ কিন্তু প্রথমে এখানে যেই প্রশ্নটি আসে তা হল ভিসার খরচ কত। আমরা অনেকেই ভিসা খরচ জানিনা যার কারনে পরিকল্পনা করা কঠিন হয়ে দাঁড়ায়। তাই আজকের এই পোস্টে আমরা সহজ ভাষায় জানব সিঙ্গাপুর কাজের ভিসা কত টাকা লাগে৷

সিঙ্গাপুর-কাজের-ভিসা-কত-টাকা

বর্তমান বেশিরভাগ সময় অনেক দালাল বা ভুল তথ্যের কারণে বিপদে পড়তে হয় আমাদের৷ আসলে সঠিক খরচ আর সরকারি নিয়ম জেনে ভিসা করলে ঝামেলা থাকে না৷ খরচের হিসাব আগে থেকে জানা থাকলে পরিকল্পনা করা অনেক সহজ হয়। এতে সময় টাকা ও মানসিক চাপ সবকিছুই কমে যায়৷ আজকের এই পোস্ট আপনার জন্য হতে পারে নির্ভরযোগ্য গাইডলাইন ও পরিকল্পনা৷ তাহলে চলুন শুরু করা যাক৷

পেজ সূচিপত্র:সিঙ্গাপুর কাজের ভিসা কত টাকা

সিঙ্গাপুরে কাজের ভিসা কেন

  • ৪০ ঘন্টা/সপ্তাহে কাজ করুন।
  • প্রতিবছর ১৪ টি পেইড পাতা৷
  • উচ্চ গড় বেতন৷
  • সিঙ্গাপুর পি আর এর সহজ পথ৷
  • এন্ট্রি ভিসা ছাড়াই ভিতরে এবং বাইরে ভ্রমন করুন।

সিঙ্গাপুরে যেতে কত টাকা লাগে

আমাদের সকলের মনে প্রশ্ন থাকে যে সিঙ্গাপুরে যেতে কত টাকা লাগে৷ সিঙ্গাপুরের ভিসা কত টাকা সেটা সম্পূর্ণ নির্ভর করে আপনি কোন ক্যাটাগরির ভিসা নিচ্ছেন বা নিয়ে দেশটিতে যেতে চাচ্ছেন। কারণ ভিসা ক্যাটাগরি অনুযায়ী সিঙ্গাপুরে যেতে কত টাকা লাগে সেটা পরিবর্তিত হয় অনেক ক্ষেত্রে৷ কারণ বেশিরভাগ টাইম ভিসা ক্যাটাগরি অনুযায়ী ভিসার মেয়াদ ও উদ্দেশ্য ভিন্ন হয়ে থাকে৷
বর্তমানে বাংলাদেশ থেকে আপনি স্টুডেন্ট ,টুরিস্ট, ওয়ার্ক, পারমিট, মেডিকেল, বিজনেস, ইত্যাদি ভিসা ক্যাটাগরি নিয়ে দেশটিতে যেতে পারেন  পারেন ৷ নিজেদের পরিচিতি ব্যক্তি কিংবা নিকট আত্মীয়-স্বজনের মাধ্যমে দেশটিতে যেতে পারলে অনেক ক্ষেত্রে সিঙ্গাপুর ভিসার খরচ কম লাগে৷সিঙ্গাপুর কাজের ভিসা কত টাকা

সিঙ্গাপুর যেতে কি কি লাগে

আপনার যদি সিঙ্গাপুরে যাওয়ার যোগ্যতা থাকে তাহলে পাসপোর্ট ও ভিসা হলেই আপনি দেশটিতে গমন করতে পারেন বা যেতে পারেন৷ সিঙ্গাপুর ভিসার আবেদন করার জন্য নিম্নোক্ত কাগজপত্র প্রয়োজন হয়।
  • বৈধ পাসপোর্ট
  • ইনভাইটেশন  লেটার
  • ভিসা ফি
  • আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি
  • আবেদনকারীর ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন
  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
  • মেডিকেল পরীক্ষার সার্টিফিকেট
একজন প্রবাসী কিংবা টুরিস্ট হিসেবে আপনি যদি সিঙ্গাপুরে যেতে চান তাহলে অবশ্যই ওপরে উল্লেখিত সকল কাগজপত্র প্রয়োজন৷ যদি আপনার এই সকল কাগজপত্র না থাকে। অনেকাংশে তাহলে আপনি সিঙ্গাপুরের ভিসা নাও পেতে পারেন৷ যার কারণে উপরে উল্লেখিত সকল কাগজপত্র আপনাদের সঠিকভাবে ও সঠিক তথ্য সহকারে প্রয়োজন৷ যা আপনাকে একটি নির্ভুল ভিসা দেবে৷

সিঙ্গাপুর যেতে কত বয়স লাগে

সাধারণত যদি আপনি সিঙ্গাপুরের টুরিস্ট ভিসা নিয়ে যেতে চান তাহলে আপনার বয়সে কোন রিকোয়ারমেন্ট থাকবে না৷ কিন্তু আপনার আঠারো বছর পূর্ণ হতে হবে৷ যদি আপনারা ১৮ বছর পূর্ণ না হয় তাহলে অবশ্যই সঙ্গে গার্জেন রাখতে হবে৷ শিক্ষার্থীদের স্টুডেন্ট ভিসা পেতে ন্যূনতম বয়স ১৮ বছর হতে হবে৷
সিঙ্গাপুরে কাগজের ভিসা পেতে আপনার বয়স কমপক্ষে 18 থেকে 50 বছরের মধ্যে হতে হবে৷ কিন্তু এখানে যদি আপনার বয়স বা আপনাদের বয়স ২১ বছর হয় যেটি একদম উত্তম বয়স হয়ে উঠবে৷ সিঙ্গাপুর যাওয়ার যোগ্যতা পাবেন যদি আপনার এই সকল দিক থেকে ঠিক থাকেন৷ তাহলে আপনি সিঙ্গাপুরে কাজের জন্য যেতে পারবেন বা আপনার কত বয়সে আপনি সিঙ্গাপুরে কাজের জন্য যেতে পারবেন সিঙ্গাপুর কাজের ভিসা কত টাকা

সিঙ্গাপুর যেতে কত সময় লাগে

সাধারণত বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে কত সময় লাগে সেটা সম্পূর্ণ সঠিকভাবে বলা সম্ভব হয় না বা কেউ বলতে পারে না৷ কারণ এই সময় বিভিন্ন ফ্যাক্টরির উপর নির্ভরশীল৷ যেমন বিমান সংস্থা ও বাতাসের অবস্থা৷ এমনকি আবহাওয়া অনেক সময় ফ্লাইট ক্যান্সিলের জন্য দায়ী হয়ে যায়৷ যার কারণে হঠাৎই টাইম বেড়ে যেতে পারে৷
বাংলাদেশ ফ্লাইট ব্যবহার করে বাংলাদেশ থেকে সবচেয়ে দ্রুত সিঙ্গাপুরে যাওয়া যায়৷ তাছাড়া নিচের এয়ারলাইন্স ব্যবহার করলে আপনি আপনার স্বপ্নের দেশ সিঙ্গাপুর এপাড়ি দিতে পারবেন৷
তো চলুন জানা যাক এয়ারলাইন্স এর নাম-
  • এয়ার এশিয়া
  • থাই এয়ার ওয়েজ
  • মালয়েশিয়া এয়ারলাইন্স
  • সিঙ্গাপুর এয়ারলাইন্স
আপনি যদি এসব এয়ারলাইন্স বিমান ব্যবহার করেন আপনাকে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে 3500 কিলোমিটার দূর অতিক্রম করতে হবে৷ তারপরে পাবেন আপনি আপনার স্বপ্নের দেশ সিঙ্গাপুর৷ বিভিন্ন সময় এয়ারলাইন্সের বিমান অনুযায়ী বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে আনুমানিক প্রায় ৭ থেকে৮ ঘন্টা সময় লাগে৷

সিঙ্গাপুর যাওয়ার সহজ উপায়

বাংলাদেশ থেকে উন্নত এই দেশে সরকারিভাবে কিংবা বেসরকারিভাবে আপনারা যেতে পারবেন৷ সিঙ্গাপুরের অধিকাংশ প্রবাসী কাজের ভিসা নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের কাজে কর্মরত আছেন৷ এমনকি অনেকেই টুরিস্ট ভিসা নিয়ে গিয়ে অবৈধ প্রবাসী হিসেবে কাজ করে আসছে। বাংলাদেশ থেকে সরকারি ভাবে সিঙ্গাপুরে যাওয়া উপায় হল কাজের ভিসা৷
সিঙ্গাপুর-কাজের-ভিসা-কত-টাকা
সরকারি প্রতিষ্ঠান বয়েসেল বি এম ই টি ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারিভাবে সিঙ্গাপুরের কাজের ভিসা নিয়ে যাওয়া যায়৷ বাংলাদেশ থেকে বিভিন্ন বেসরকারি এজেন্সি কিংবা দালালের মাধ্যমে ভিসা প্রসেসিং করে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে যেতে পারবেন৷ কিন্তু এক্ষেত্রে ভিসা খরচ তুলনামূলক বেশি হয়ে দাঁড়ায়৷ এবং দালালের কারণে অনেক ক্ষেত্রে ভিসা পাওয়া যায় না। তাই ভিসা করার ক্ষেত্রে সকলকে সাবধান থাকতে হবে৷সিঙ্গাপুর কাজের ভিসা কত টাকা

সিঙ্গাপুর কাজের ভিসা খরচ

বর্তমান সময় সকল মানুষেরই সিঙ্গাপুর কাজের ভিসার খরচ বড় স্বপ্ন হয়ে দাঁড়ায়। কারণ বিদেশে কাজ করতে যাওয়ার ক্ষেত্রে সঠিক খরচ না জানলে সকলের পরিকল্পনা করা অসম্ভব হয়ে দাঁড়ায়৷ সাধারণভাবে সিঙ্গাপুরে কাজের ভিসা করতে সরকারি ফি খুব বেশি নয় তবে এখানে খরচ বড় অংশে আছে অন্যান্য খাতে৷ যেমন ভিসা প্রসেসিং ফি মেডিকেল টেস্ট কাগজপত্র প্রস্তুত ট্রেনিং  ফি এজেন্সি চার্জ এবং বিমান ভাড়া মতো খরচ যুক্ত হয়৷ তবে অনেক সময়নিয়োগ দাতার মাধ্যমে গেলে তুলনামূলকভাবে খরচ কম হয়৷ আবার এজেন্সির মাধ্যমে গেলে খরচ কিছুটা বেশি হয়৷
মানুষ অনেক সময় ভুল তথ্যের কারণে প্রতারণার শিকার হয়েই এবং অযথা অতিরিক্ত টাকা খরচ করে ফেলে৷ তাই সঠিক খরচ জানার পাশাপাশি বিশ্বস্ত এজেন্সি বা সরাসরি নিয়োগ তার মাধ্যমে ভিসা প্রসেস করায় সবচেয়ে নিরাপদ৷ সাধারণভাবে সরকারি নিয়োগ মাধ্যম ভিসা প্রসেস করায় সবচেয়ে নিরাপদ৷ সাধারণভাবে সরকারি ভিসা ফি ও অন্যান্য অফিসিয়াল চার্চ খুব সীমিত হলেও মধ্যস্থ ভুগি বা দালানের কারণ নেই ফরজ অনেক বেড়ে যায়৷ সিঙ্গাপুরে কাজের হিসাব খরচ বুঝে নেওয়ার জন্য প্রথমে সরকারের নিয়ম এজেন্সির অনুমোদন ও ভিসা প্রসেসের বিস্তারিত যাচাই করতে হবে৷ তাই পরিকল্পনা করার সময় শুধু টাকার হিসাব নয় নির্ভরযোগ্য উৎস থেকে ভিসা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ৷সিঙ্গাপুর কাজের ভিসা কত টাকা

ভিসা প্রতারণা থেকে বাঁচার টিপ

বর্তমান সময়ে মানুষরা বিদেশে কাজ করা স্বপ্নে অনেকে ভিসা করতে গিয়ে প্রতারিত হচ্ছে৷ তাই কিছু বিষয়ও মাথায় রাখলে সহজেই ভিসা প্রতারণা থেকে বাঁচা সম্ভব হয়ে দাঁড়ায়৷
  • শুধু অনুমোদিত এজেন্সির মাধ্যমে কাজ করুন-সরকারি অনুমোদিত এজেন্সির তালিকা দেখিয়ে নিশ্চিত হন৷
  • অতিরিক্ত লোভে পড়বেন না-কেউ যদি অস্বাভাবিক কম খরচে দ্রুত ভিসা দেওয়ার প্রতিশ্রুতি দেয় সতর্ক থাকুন৷
  • লিখিত চুক্তি নিন-উপর নির্ভর না করে সবকিছু লিখিত কাগজ নিন।
  • সরকারি ফি যাচাই করুন-প্রকৃত ভিসা ফি ও মেডিকেল খরচ আগে থেকে জেনে নিন৷
  • অতিরিক্ত টাকা একসাথে দেবেন না-ধাপে ধাপে টাকা পরিশোধ করুন এবং সব রশিদ সংরক্ষণ করে রাখুন৷

সহজ হিসাব প্রক্রিয়ার ধাপ

অনেক ক্ষেত্রে মানুষের কাছে হিসাব করা ঝামেলা মনে হয় ৷ কিন্তু কয়েকটি সহজ ধাপ মেনে চললে এটি খুব সহজ হয়ে যায়৷ প্রথমেই নিজের আয়ের উৎস নির্ধারণ করুন-যেমন বেতন ব্যবসা বা অন্যান্য আইন সমূহ৷ এরপর খরচ গুলি আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করে নিন৷ যেমন বাড়ি ভাড়া খাবার যাতায়াত শিক্ষা ও চিকিৎসা৷ হচ্ছে তা আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন৷ আপনারা দ্বিতীয় ধাপে আয় থেকে খরচ বাদ দিয়ে অবশিষ্ট টাকা হিসাব করে নিন৷
এই টাকার একটি অংশ সঞ্চয়ের জন্য রাখুন এবং বাকি টাকা প্রয়োজন অনুযায়ী খরচ করুন৷ তৃতীয় ধাপে প্রতিদিন বা প্রতি সপ্তাহে ছোট ছোট খরচ লিখে রাখুন৷ যাতে মাস শেষে কোথায় বেশি খরচ হয়েছে তা আপনারা খুব সহজেই বুঝতে পারেন৷ চতুর্থ ধাপে প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় খরচ আলাদা করুন৷ অপ্রয়োজনে খরচ কমিয়ে আনুন৷ সর্বশেষ ধাপে প্রতি মাসে শেষে আগের হিসেবে সাথে মিলিয়ে দেখুন আপনার আধ্যাত্মিক পরিকল্পনা ঠিক আছে কিনা৷

শেষ কথা: সিঙ্গাপুর কাজের ভিসা কত টাকা

আপনাদের সিঙ্গাপুরে কাজের স্বপ্ন পূরণ করতে হলে প্রথমেই জানতে হবে আসল খরচ কত এবং কোন পথে নিরাপদ ভিসা পাওয়া যায়৷ সাধারণভাবে সরকারি ফি তেমন বেশি নয় তবে মেডিকেল টেস্ট ট্রেনিং এজেন্সি চার্জ ও বিমান ভাড়ায় মোট খরচ করে তিন থেকে পাঁচ লাখ টাকার মধ্যে হয়৷ তবে মনে রাখতে হবে এটি একটি হিসাব কারণ তাদের ধরন কোম্পানি ও ভিসার ধারণ ভেদে খরচ কমবেশি হতে পারে৷ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো--অন্যের কথায় বা দালালের ফাঁদে না পড়ে সঠিক তথ্য যাচাই করে এগোনো৷
সিঙ্গাপুর-কাজের-ভিসা-কত-টাকা

এতে শুধু খরচ কমবে না ভবিষ্যতে বৈধভাবে কাজ করার নিশ্চয়তা অনেক আংশে বাড়বে৷ আর যদি আপনি সিঙ্গাপুরে কাজের ভিসা সম্পর্কে আরও আপডেট নির্ভরযোগ্য ও সহজ ভাষার তথ্য জানতে চান তাহলে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন৷ এখানে আপনি পাবেন খরচের সঠিক হিসাব, ভিসাপ্রক্রিয়ার ধাপ, প্রতারণা থেকেবা চারটি, এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে পরামর্শ৷ আপনার স্বপ্নের গন্তব্যে পৌঁছাতে আমাদের তথ্য হবে আপনার নির্ভরযোগ্য সহযাত্রী৷


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url