কালো থেকে ফর্সা হওয়ার ঘরোয়া ১০ টি উপায়
আমাদের প্রত্যেকেরই সৌন্দর্য একটি গুরুত্বপূর্ণ অংশই হচ্ছে ত্বকের উজ্জ্বলতা৷
বর্তমানে এই আধুনিক সময় আমাদের ত্বককে কোমল উজ্জ্বল ও স্বাস্থ্যকর করার জন্য
বাজারে অত্যাধুনিক মানের প্রচলিত পণ্যগুলোর পাশাপাশি প্রাকৃতিক উপায়ে ত্বকের
উজ্জ্বলতা বাড়ানোর গুরুত্ব টা অনেক বেশি৷ আজকে আমরা জানবো কাল থেকে ফর্সা হওয়ার
ঘরোয়া দশটি উপায়৷ যা আপনার ত্বককে করে দিবে পুরা ন্যাচারাল বিউটি৷
বর্তমান সময় কে বাঁচায় না যে তার ত্বক উজ্জ্বল কোমল ও স্বাস্থ্যকর হোক৷ কিন্তু
প্রতিদিনের ব্যস্ততার মাঝে আমরা নিজেদের ত্বকের যত্ন নিতে পারি না৷ এর জন্য
আমাদের প্রতিদিনের ব্যস্ততায় টক অনেক ক্ষতির শিকার হয় যেমন ধুলো ময়লা রোদ ও
দূষণ এ সকল কারণে হয় ও প্রাকৃতিক উজ্জ্বলতা হারিয়ে ফেলে৷ এই সকল কারণে আমাদের
টক হয়ে যায় কালো তবে হরেক রকম পণ্যের পাশাপাশি আজকে আমি আপনাদেরকে জানাবো অল্প
খরচে ঘরে বসে কিভাবে আপনি আপনার ত্বককে উজ্জ্বল করতে পারবেন। তাহলে দেরি কিসের
চরণ শুরু করা যাক আজকের এই বিষয়৷
পেজ সূচিপত্র: কালো থেকে ফর্সা হওয়ার ঘরোয়া ১০ টি উপায়
- ত্বক ফর্সা করার ৬ টি ঘরোয়াট টিপস
- মধু ও লেবুর মিশ্রণ প্রাকৃতিক স্কিন ব্রাইনার
- দই ও হলুদের মিশ্রণ
- ত্বকের উজ্জ্বলতায় টমেটো
- ত্বক ফর্সা করার আলুর রস
- অলিভ অয়েল
- গ্রিন টির কার্যকারিতা
- লেবুর ব্যবহার
- হলুদের ব্যবহার
- দুধের ব্যবহার
- টমেটোর ব্যবহার
- দই এর ব্যবহার
- শেষ কথাঃ কালো থেকে ফর্সা হওয়ার ঘরোয়া ১০ উপায়।
ত্বক ফর্সা করার ৬ টি ঘরোয়া উপায়
আমাদের প্রতিদিনের কিছু প্রাকৃতিক উপাদান যা খুব সহজেই
প্রাকৃতিকভাবে ফর্সা হওয়ার উপায় হিসেবে ব্যবহার করা যেতে পারে৷ এর মধ্যে
ত্বকের জন্য কিছু কার্যকরী উপাদান ও রয়েছে৷
যেমন মধু দই সেন্টাল লেবু টমেটো ইত্যাদি এই সকল উপাদান ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি
করে ত্বকের ঠিক রাখে এবং নতুন ত্বক তৈরিতে সাহায্য করে নিম্নে কিছু ঘরোয়া
উপায় দেওয়া হলো যা আপনার ত্বকের ফর্সা করতে সাহায্য করবে৷ কালো থেকে
ফর্সা হওয়ার ঘরোয়া ১০ টি উপায়
মধু ও লেবুর মিশ্রণ প্রাকৃতিক স্কিন ব্রাইনার
যেভাবে আপনি মধু ও লেবুর মিশ্রণ তৈরি করবেন
- একটি বাটিতে এক চা চামচ মধু নিন৷
- এক চামচ লেবুর রস নিন৷
- তারপর সেটি ভালো করে মিশিয়ে নিন৷
- তৈরি কৃত মিশ্রণটি মুখে লাগান এবং 15 থেকে 20 মিনিট পরে হালকা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন৷
- তারপরে মুখটি ভালো করে মশ্চারাইজ করুন৷
আরো পড়ুন:
ত্বক উজ্জ্বল করার ঘরোয়া উপায়
মধু ও লেবু দিয়ে ফর্সা হওয়ার উপায় হিসেবে খুব জনপ্রিয় মধু আমাদের ত্বককে
আর্দ্র রাখে আর লেবুর রয়ছে অ্যান্টিঅক্সিডেন্ট যা তাকে উজ্জ্বলতা ফিরিয়ে
আনতে সাহায্য করে এ ঘরোয়া মিশ্রণ ত্বককে ব্যবহার করুন এবং ত্বককে রাখুন
পরিষ্কার ও উজ্জ্বল সবসময়য়ের জন্য৷
দই ও হলুদের মিশ্রণ
আপনারা যেভাবে দোয়া ও হলুদে মিশ্রণ তৈরি করবেন?
- যে কোন একটি বাটিতে এক চামচ দই নিন৷
- তারপরে আধা চামচ হলুদ নিন৷
- তারপরে হলুদ ও দই কে ভালো করে মিশিয়ে নিন৷
- মিশ্রণটি তৈরি হয়ে গেলে মুখে লাগান এবং 15 থেকে 20 মিনিট মুখে লাগিয়ে রাখুন৷
- ২০ মিনিট রাখার পরে মুখটি ধুয়ে ফেলুন৷
- মুখ ধুয়ে ফেলার পর মুখটি ভালো করে ময়েশ্চারাইজ করুন৷
আরো পড়ুন:
শরীর ও স্বাস্থ্য ঠিক রাখার দশটি উপায়
ত্বক ফর্সা করার উপায় হিসেবে হলুদ এবং দইয়ের মিশ্রণ খুবই কার্যকরী৷
প্রাকৃতিক প্রাপ্ত এই হলুদে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি এবং এন্টি
ব্যাকটেরিয়াল জাতকের রং উজ্জ্বল করতে সাহায্য করে আরেকটি উপাদান ২ ত্বকের
পুষ্টির জন্য উপকারী এটি আপনার স্কিনকে নরম ও মুসলিম রাখতে গুরুত্বপূর্ণভাবে
সহায়তা করে৷ কালো থেকে ফর্সা হওয়ার ঘরোয়া ১০ টি উপায়
ত্বকের উজ্জ্বলতায় টমেটো
আপনারা যেভাবে আপনাদের ত্বকে টমেটো ব্যবহার করবেন
- প্রথমে সতেজ একটি পাকা টমেটো নিন৷
- পাতলা ভাবে গোল গোল করে কেটে সেটি আপনার মুখে হালকা ভাবে ঘষুণ৷
- তারপর সেভাবে 15 মিনিট রেখে দিন৷
- ১৫ মিনিট হয়ে গেলে আপনার ফেসটি ধুয়ে ফেলুন৷
- ফেসটি ধোঁয়া হওয়ার পরে ভালোভাবে মোশ্চারাইজ করুন৷
টমেটো তে থাকা লাইক অপেন এবং ভিটামিন সি ত্বকের উজ্জ্বল ও সুরক্ষিত রাখে
এই উপাদান ত্বকের অন্ধকার দাগ ও রোদে পড়া দাগ দূর করে আপনাকে দেয় উজ্জ্বল
মুসলিম টমেটোতে আরও আছে প্রাকৃতিক এন্টিজেন্ট গুণাবলী যা ফর্স টানটান রাখতে
অনেক কার্যকরী করে৷
ত্বক ফর্সা করার আলুর রস
যেভাবে আলুর রস ব্যবহার করবেন
- প্রথমে একটি ভাল আলু বেছে নিন
- আলোটি টুকরো করে কেটে নিন
- আলুর থেকে রস বের করুন
- রসটি ত্বকে লাগিয়ে 10 থেকে 15 মিনিট পর ধুয়ে ফেলুন
- ধোয়ার পরে টকটি ভালোভাবে ময়েশ্চারাইজ করুন করুন
আরো পড়ুন:
ত্বকের যত্নে নিমপাতার উপকারিতা ও অপকারিতা
আলু আমাদের নিত্যদিনের ব্যবহৃত একটি প্রাকৃতিক উপাদান আলু দিয়ে ফর্সা হওয়ার
উপায় রয়েছে অনেক আলোর রসে থাকা বিশেষ উপাদান ত্বক ফর্সা করার উপায় হিসেবে
বিশেষ কার্যকারী আলোর রস ত্বক ফর্সা করায় ঘরোয়া উপায় হিসেবে বেশি
জনপ্রিয় আলু ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে এবং ত্বকের প্রাকৃতিক
টোনিং প্রক্রিয়া শুরু করে৷কালো থেকে ফর্সা হওয়ার ঘরোয়া ১০ টি উপায়
অলিভ অয়েল
যেভাবে অলিভ অয়েল ব্যবহার করবেন
- প্রথমে তেল দিয়ে হালকা গরম করে নিন
- হালকা গরম তেলটি ত্বকে লাগান
- তেলটি হালকা করে ত্বকে মাসাজ করুন
- ব্যবহারের ১৫ মিনিট পরে তকটি ভালোভাবে ধুয়ে ফেলুন।
- ধুয়ে ফেলার পর তত্ত্বটি ভালো করে ময়েশ্চারাইজ করুন
ত্বক ফর্সা ও মসৃণ করার ক্ষেত্রে অলিভ অয়েল একটি বহুমুখী প্রাকৃতিক উপাদান এটি
শুধু মাত্র মহেশরাইজার হিসেবে কাজ করে না এটি ত্বকের গভীর পুষ্টি সরবরাহ করে
ত্বককে স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে এবং ত্বকের স্থায়ী ফর্সা ভাব ধরে
রাখে৷
গ্রীনটির কার্যকারিতা
আপনি যেভাবে গ্রিন টি ব্যবহার করবেন
- পাতা ঠান্ডা করে তোকে সরাসরি লাগাতে পারেন
- অথবা গ্রিন টি আই কিউব বানিয়ে ব্যবহার করতে পারেন।
তোকে স্বাভাবিক উজ্জ্বলতা ধরে রাখতে গ্রিনটি একটি কার্যকরী ও প্রাকৃতিক উপাদান গ্রিন টি তে থাকা পলিফেলন এবং ক্যাটেজিন ত্বকের ফ্রি মেডিকেলের হাত থেকে রক্ষা করে এটি আপনার ত্বকে ব্রণ ও রোদে পরা দাগ দূর করতে ও কাজ করে এতে আরও আছে আন্টি অক্সিডেন্ট যা ত্বকের অকাল বার্ধক প্রতিরোধ করে এবং উজ্জ্বলতা বাড়ায়৷কালো থেকে ফর্সা হওয়ার ঘরোয়া ১০ টি উপায়
লেবুর ব্যবহার
প্রথমত একটি লেবু নিন তারপর লেবুটি কেটে রসটুকু বের করে নিন সেখান থেকে দুই চা
চামচ লেবুর রস নিয়ে এক চা চামচ পানি মেশান এবার মিশ্রণটি ত্বকের যেখানে দাগ আছে
সেখানে ব্যবহার করুন৷ লেবুর রসের সঙ্গে সমপরিমাণ মধু মিশিয়ে ত্বকে ব্যবহার করতে
পারেন মিশ্রণটি ব্যবহারের পর মিনিট দশেক অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে মিশ্রণটি
ত্বকের উপযোগে কি না তা বোঝার জন্য ব্যবহারের আগে গলায় বা কানের পেছনে লাগিয়ে
দেখবেন যদি কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা না যায় তাহলে ব্যবহার করবেন৷
আরো পড়ুন:
ইতালি যেতে কত টাকা লাগে
লেবুতে আছে ভিটামিন সি যা ত্বকের সব ধরনের দাগ সব পরিষ্কার করতে পারে ফলে সুস্থতা
কাটিয়ে উঠতে সাহায্য করে যে কারণে ত্বক হয়ে ওঠে আরও উজ্জ্বল উপাদান ত্বকের ভেতর
থেকে দাগ মুক্ত করে সে সঙ্গে রোদে পড়া দাগ সহজে দূর করে দেয়৷কালো থেকে ফর্সা
হওয়ার ঘরোয়া ১০ টি উপায়
হলুদের ব্যবহার
প্রথমে একটা চামচ কাঁচা হলুদ বেটে বা হলুদ গুঁড়া নিন তার সঙ্গে নিন ২ চা চামচ
লেবুর রস উপাদান দুটি ভালোভাবে মিশিয়ে নিন মিশ্রণটি মুখে ভালোভাবে মেখে নিন
সূর্যের তাপের কারণে ত্বকে যে স্থান কাল যে হয়ে গেছে সেখানে ব্যবহার করুন এভাবে
15 মিনিট রাখার পর হালকা গরম পানিতে ভালোভাবে ধুয়ে নিন সপ্তাহে দুইবার এভাবে
ব্যবহার করুন এভাবে নিয়মিত ব্যবহার করলে এক মাসের মধ্যেই সুফল পেতে শুরু
করবেন৷কালো থেকে ফর্সা হওয়ার ঘরোয়া ১০ টি উপায়
হলুদের অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং ইনফ্লাই মেটরি উপাদান ত্বকের সব ধরনের জীবাণু
থেকে দূরে রাখে সে সঙ্গে ত্বকে দ্রুত ফর্সা করতে কাজ করে হলুদ ত্বককে ভেতর থেকে
পরিষ্কার করতে সাহায্য করে এই উপাদান হলুদ আমাদের ত্বকের বয়সের সাপ পড়তে বাধা
দেয় ফলে ত্বক টানটান থাকে অনেকটাই ব্যবহারের পাশাপাশি খালি পেটে একটু টুকরো
কাঁচা হলুদ খেতে পারেন পারলে সেটিও আপনার শরীর থেকে টক্সিন বের করে দিতে সাহায্য
করবে৷
দুধের ব্যবহার
প্রথমে এক টেবিল চামচ দুধ ও এক চা চামচ মধু নিন এরপর দুধ ও মধু ভালোভাবে মিশিয়ে
নিন মেশানো হয়ে গেলে মিশ্রণটি মুখে ভালোভাবে লাগিয়ে নিন এরপর ১৫ মিনিট অপেক্ষা
করুন শুকিয়ে গেলে হালগা গরম পানি দিয়ে ধুয়ে নিন এটি প্রতিদিন ত্বকে ব্যবহার
করতে পারেন তাতে ত্বক উজ্জ্বল দ্রুত হয়ে উঠবে৷
আরো পড়ুন:
সৌদি আরব ফ্রি ভিসার দাম কত
দুধে থাকা প্রাকৃতিক উপাদান গুলো ত্বকের রংকে ভেতর থেকে হালকা করে সে সঙ্গে এটি
ত্বকের বাইরে থেকে আর্দ্রতা এবং করে তোলে প্রতিদিন ব্যবহারের ফলে ত্বক আরো
উজ্জ্বল হয়ে ওঠে যা আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ দিক৷কালো থেকে ফর্সা হওয়ার
ঘরোয়া ১০ টি উপায়
টমেটোর ব্যবহার
দুটি টমেটো ও দু চা চামচ লেবুর রস নিন টমেটো ব্লেন্ড করে রসটুকু বের করে নিন এরপর
পরিমাণ মতো টমেটোর রস নিয়ে লেবুর রস মিশিয়ে নিন এবার মিশ্রণটি পুরো মুখে
লাগিয়ে নিন মিনিট বিশ্বে অপেক্ষা করুন সুখে এলে পরিষ্কার পানিতে মুখ ধুয়ে নিন
প্রতিদিন গোসলের আগে এটি ব্যবহার করতে পারেন এতে রোদে পরা দাগ কমে যাবে৷
টমেটো টকের দাগ কমিয়ে ত্বককে ফর্সা এবং উজ্জ্বল গড়ে তুলতে পারে লাইকোপিন নামক
উপাদান ত্বকে আর্দ্রতা বাড়াতে সাহায্য করে ত্বকের উপরে জমে থাকা কোষ দূর করে
ত্বককে দ্রুত উজ্জ্বল করে তোলে৷
দই এর ব্যবহার
২ টেবিল চামচ টক দই ও এক চা চামচ মধু নিন এই দুই উপাদান ভালোভাবে মিশিয়ে নিন
এরপর পরিষ্কার ত্বকে মিশ্রণটি ব্যবহার করুন ১৫ মিনিট অপেক্ষা করুন পরিষ্কার
পানিতে মুক্তি ধুয়ে নিন এটি ত্বককে দ্রুত উজ্জ্বল করতে সহযোগিতা করবে।
তুই আমাদের ত্বকের ক্ষুদ্র লোম কূপে জমে থাকা ময়লা দূর করতে সাহায্য করে ফলে
ত্বক গভীর থেকে পরিষ্কার হয় প্রতিদিন তকে টক দই ব্যবহার করলে তা ত্বককে ফর্সা
করে তোলে ত্বকে ব্যবহার পাশাপাশি টক দই খেলেও উপকার পাবেন। অনেক।
শেষ কথা: কালো থেকে ফর্সা হওয়ার ঘরোয়া ১০ টি উপায়
প্রিয় পাঠক বন্ধুরা আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি তা ফর্সা হওয়ার ছয়টি
ঘরোয়া টিপস মধু ও লেবুর মিশ্রণ প্রাকৃতিক স্কিন ব্যানার দই হলুদের মিশ্রণ
ত্বকের উজ্জ্বলতায় টমেটো ত্বক ফর্সা করা আলুর রস অলিভ অয়েল হলুদের ব্যবহার
দুধের ব্যবহার টমেটোর ব্যবহার ইত্যাদি বিষয় নিয়ে৷
আশা করছি ওপরের আলোচ্য বিষয় আপনারা পুরোপুরি ধারণা পেয়েছেন যে কিভাবে ঘরোয়া
উপায় ব্যবহার করে কালো থেকে ফর্সা হওয়া যায়৷ এই পুরো পোস্টটি পড়ার পর যদি
আপনার কোন মতামত বা কোন প্রকার অভিযোগ থাকে তাহলে উপর থেকে আমাদের যোগাযোগ পেজে
আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন" ধন্যবাদ"
.webp)
.webp)
.webp)
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url