সৌদি আরবের কোম্পানি ভিসা আবেদন
আপনি কি কখনো ভেবেছেন একটি সিদ্ধান্তই আপনার পুরো জীবনকে স্বপ্নের মত বদলে দিতে পারে? হয়তো সেই মুহূর্ত এখনই আপনার সামনে দাঁড়িয়ে আছে দরজার মত খোলা৷ শুধু সাহস নিয়ে এগিয়ে গেলে মিলতে পারে অচেনা এক ভবিষ্যৎ৷ স্বপ্ন তো সবাই দেখে কিন্তু তাকে স্পর্শ করার সাহস সবার থাকে না৷ আপনি যদি চান আজই হতে পারেন সেই নতুন শুরুর প্রথম পদক্ষেপ৷সৌদি আরবের কোম্পানি ভিসা আবেদন
জীবনের আসল গল্প লেখা হয় তখনই, যখন আমরা ভিন্ন পথে হাঁটার সাহস করি৷ একটা
সুযোগ অনেক সময় হাজারো স্বপ্নকে সত্যি করে তোলে৷ হয়তো সেই সুযোগটা এখন আপনাকে
হাতছানি দিয়ে ডাকছে৷ স্বপ্নের যাত্রা শুরু করার আগে শুধু দরকার একটি সঠিক
সিদ্ধান্ত৷ আর সেই সিদ্ধান্তই আপনাকে নিয়ে যেতে পারে এক নতুন দিগন্তে৷ তাহলে
চলুন জানা যাক আপনার সেই স্বপ্নের বিষয়৷
পেজ সূচিপত্র:সৌদি আরবের কোম্পানি ভিসা আবেদন
- সৌদি আরবের কোম্পানি ভিসার জন্য আবেদন প্রক্রিয়া
- বিভিন্ন পেশার সম্ভাব্য বেতনসৌদি
- আরব জীবন যাত্রার মান
- সৌদি আরবের কোম্পানি ভিসার বেতন কত
- সৌদি আরব কোম্পানি ভিসা পাওয়ার নিয়ম
- সৌদি আরবের কোম্পানি ভিসা পেতে কি কি লাগে
- সৌদি আরবের কোম্পানি ভিসা কত টাকা
- কিছু গুরুত্বপূর্ণ টিপস
- সৌদি আরবে কোন কাজের চাহিদা বেশি
- স্বপ্ন পূরণের সোনালী সুযোগ
- শেষ কথা:সৌদি আরবের কোম্পানি ভিসা আবেদন
সৌদি আরবে কোম্পানি ভিসার জন্য আবেদন প্রক্রিয়া
প্রথমত কোম্পানি ভিসার জন্য আবেদন করা কিছুটা জটিল মনে হতে পারে তবে সঠিক তথ্য
এবং পদক্ষেপ অনুসরণ করলে প্রক্রিয়াটির সহজ হয়ে যায়৷সৌদি আরবের কোম্পানি ভিসা আবেদন
আবেদনের পূর্ব প্রস্তুতি ৷
- কোম্পানি নির্বাচন-প্রথমত আপনাকে একটি ভালো কোম্পানি খুজে বের করতে হবে যেখানে আপনার কাজের সুযোগ আছে৷ এক্ষেত্রে বিভিন্ন অনলাইন জব পোর্টাল এবং রিক্রুটিং এজেন্সির সাহায্য নিতে পারেন আপনারা৷
- চুক্তিপত্র-কোম্পানি কর্তৃক একটি অফার লেটার বা চুক্তিপত্র পেতে হবে৷ যেখানে আপনার বেতন কাজের শর্তাবলী এবং অন্যান্য সুযোগ সুবিধা উল্লেখ থাকবে৷
- প্রয়োজনীয় কাগজপত্র-আপনার পাসপোর্ট শিক্ষাগত যোগ্যতার সনদ অভিজ্ঞতার সনদ মেডিকেল রিপোর্ট এবং অন্যান্য প্রয়োজনে কাগজপত্র সংগ্রহ করতে হবে
আবেদনের ধাপসমূহ
- অনলাইন আবেদন-সৌদি আরবের ভিসা পোর্টালের মাধ্যমে অনলাইনে ভিসার জন্য আবেদন করতে হয়৷
- কাগজপত্র দাখিল-আপনার সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র ভিসা সেন্টারে জমা দিতে হবে।
- মেডিকেল পরীক্ষা-অনুমোদিত মেডিকেল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে৷
- ফি পরিষদ-ভিসার জন্য নির্ধারিত ফি পরিশোধ করতে হয়৷
- ভিসা গ্রহণ-সবকিছু ঠিক থাকলে আপনার ভিসা প্রসেস হয়ে গেলে আপনি সেটি সংগ্রহ করতে পারেন৷
আরো পড়ুন:
কোন কোন ব্যাংক প্রবাসী লোন দেয়
গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট
- বৈধ পাসপোর্ট কমপক্ষে ছয় মাসের মেয়াদ থাকতে হবে
- পাসপোর্ট সাইজের ছবি
- অফার লেটার বা চুক্তিপত্র
- শিক্ষাগত যোগ্যতা সনদ ও অভিজ্ঞতার সনদ
- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
- মেডিকেল ফিটনেস সার্টিফিকেট
- আবেদনকারী জাতীয় পরিচয় পত্র
- কোম্পানি রেজিস্ট্রেশন সার্টিফিকেট
বিভিন্ন পেশার সম্ভাব্য বেতন
| পেশা | মাসিক বেতন (SAR) | আনুমানিক বেতন(BDT) |
|---|---|---|
| সাধারণ শ্রমিক | ১,৫০০/২,৫০০ | ৪৫,০০০/৭৫,০০০ |
| নির্মাণ শ্রমিক | ১,৮০০/৩,০০০ | ৫৪,০০০/৯০,০০০ |
| ইলেক্টিশিয়ান | ২,৫০০/৪,০০০ | ৭৫,০০০/১২০,০০০ |
| প্লাম্বার | ২,২০০/৩,৫০০ | ৬৬,০০০/১০৫,০০০ |
| ড্রইভার | ২,০০০/৩,২০০ | ৬০,০০০/৯৬,০০০ |
| নার্স | ৪,০০০/৭,০০০ | ১২০,০০০/২১০,০০০ |
| প্রকৌশ (ইঞ্জিনিয়ার) | ৫,০০০/১০,০০০ | ১৫০,০০০/৩০০০,০০০ |
| হিসাবরক্ষক | ৩,৫০০/৬০০০ | ১০৫,০০০/১৮০,০০০ |
সৌদি আরব জীবনযাত্রার মান
বেশ উন্নত হচ্ছে সৌদি আরবের জীবন যাত্রার মান৷ এখানে আধুনিক সব
সুবিধা আছে৷ তবে জীবনযাত্রা খরচ কিছুটা বেশি৷ নিচে কিছু সাধারণ খরচের
ধারণা দেওয়া হল।
আবাসন
- কম্পানি প্রদত্ত আবাসন বিনামূল্যে
- নিজস্ব আবাসন এক হাজার থেকে তিন হাজার এস এ আর মাসিক
খাবার
- মাসিক খাবারের খরচ ৬০০থেকে১,২০০ এস এ আর
পরিবহন
- মাসিক পরিবহন খরচ ২০০ থেকে ৫০০ এসএআর
অন্যান্য খরচ
- মোবাইল ও ইন্টারনেট ১০০ থেকে ৩০০ এস এ আর
- ব্যক্তিগত খরচ 500 থেকে ১,০০০এসএআর
সৌদি আরব কোম্পানি ভিসার বেতন কত
বর্তমানে বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে সৌদি আরব কোম্পানি ভিসার বেতন৷ যেমন
কাজের ধরন দক্ষতা অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা ও ওভারটাইম ইত্যাদি৷ বাংলাদেশ থেকে
কোম্পানি ভিসা নিয়ে সৌদি আরবে যেতে আগ্রহীদের সৌদি আরবের কোম্পানি ভিসা বেতন কত
জানতে হবে৷ বর্তমান সৌদি আরবের কোম্পানি ভিসা বেতন কাজের ধরনের অনুযায়ী
প্রায় 30 হাজার থেকে 90 হাজার টাকা পর্যন্ত থাকে৷
আরো পড়ুন:
মালয়েশিয়া টুরিস্ট ভিসা আবেদন
কর্মীদের কাজের দক্ষতা ও অভিজ্ঞতা থাকলে বেতন বেশি পাওয়া যায়। সৌদি আরব
কোম্পানি ভিসা বেতন তুলনামূলক কম হলেও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ফ্রি পাবেন৷
যেমন আকামা খরচ থাকা ও খাওয়ার ব্যবস্থা৷ দেশে আসা যাওয়া বিমান টিকেট ইত্যাদি
সকল বিষয়ে কোম্পানি থেকে দেওয়া হয়। কোম্পানি ভিসার ক্ষেত্রে এই
সকল সুবিধা পাওয়া যায়৷
সৌদি আরব কম্পানি ভিসা পাওয়ার নিয়ম
সৌদি আরবে কোম্পানি ভিসা নিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন আপনারা৷ যেমন
পরিছন্নতা কর্মী কন্সট্রাকশন শ্রমিক ফ্যাক্টরি শ্রমিক ডাইভিং ইলেকট্রিশিয়ান
প্লাম্বার ইত্যাদি৷ বাংলাদেশ থেকে সরকারিভাবে বোয়েসেলের মাধ্যমে সৌদি আরব
কোম্পানি ভিসা নিয়ে যাওয়া যায়৷
আরো পড়ুন:
সিঙ্গাপুর কাজের ভিসা কত টাকা
এজন্য বোয়েসেলের ওয়েবসাইটে একাউন্ট তৈরি করে নিয়মিত আপডেট থাকতে হয়৷
সার্কুলার প্রকাশ করলে আবেদন করতে হয়৷ বেসরকারিভাবে বিভিন্ন এজেন্সি দালাল ও
পরিচিতি ব্যক্তির মাধ্যমে সৌদি আরবে কোম্পানি ভিসা নিয়ে যাওয়া যায়৷
বেসরকারিভাবে গেলে খরচ বেশি হয় থাকে৷ অনেক সময় এজেন্সি ও দালালরা তারা প্রতারণা
হওয়া সম্ভাবনা থাকে৷ তাই সকলকে সতর্ক থাকতে হবে৷সৌদি আরবের কোম্পানি ভিসা আবেদন৷
সৌদি আরব কোম্পানি ভিসা পেতে কি কি লাগে
সৌদি আরবে কোম্পানি ভিসা পেতে কিছু কাগজপত্র রেডি রাখতে হবে৷ কোম্পানি ভিসা পেতে
নিম্নে উল্লেখিত কাগজপত্র প্রয়োজন হয়৷
- বৈধ পাসপোর্ট
- পাসপোর্ট সাইজ ছবি
- জাতীয় পরিচয় পত্র
- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
- স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট(যদি প্রয়োজন হয়)
- কাজের দক্ষতার সার্টিফিকেট
- কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট
সৌদি আরবের কম্পানি ভিসা কত টাকা
সৌদি আরবে কোম্পানি ভিসা নিয়ে বিভিন্ন ধরনের কাজ করা যায় এই ভিসার বিভিন্ন
ধরনের সুবিধা রয়েছে এজন্য সৌদি আরব কোম্পানির ভিসার চাহিদা সবথেকে বেশি হয়ে
থাকে৷ বর্তমান বাংলাদেশ থেকে কোম্পানি ভিসা নিয়ে সৌদি আরবে যেতে চার লাখ
টাকা থেকে পাঁচ লাখ টাকা খরচ হয়ে থাকে৷
আরো পড়ুন:
টুরিস্ট ভিসা করতে কি কি লাগে
কম্পানি ভিসা নিয়ে সরকারিভাবে ও বেসরকারিভাবে যাওয়ার সুযোগ থাকে বা রয়েছে৷
সরকারিভাবে কোম্পানির ভিসা পেলে ভিসা খরচ কম হবে তবে বেসরকারিভাবে কিংবা বিভিন্ন
দালালের মাধ্যমে কোম্পানি ভিসা প্রসেসিং করলে খরচ বেশি হয়৷ পরিচিত ব্যক্তির
মাধ্যমে অল্প খরচে যাওয়া যায়৷সৌদি আরবের কোম্পানি ভিসা আবেদন৷
কিছু গুরুত্বপূর্ণ টিপস
- ভিসার জন্য আবেদন করার আগে ভালোভাবে খোঁজখবর নিন এবং সঠিক তথ্য দিয়ে আবেদন করুন৷
- শুধু মাত্র বৈধ রিকুইরিটিং এজেন্সির মাধ্যমে আবেদন করুন৷
- চুক্তিপত্র ভালোভাবে পড়ুন এবং বুঝে শুনে স্বাক্ষর করুন৷
- সৌদি আরবে আইন ও সংস্কৃতি সম্পর্কে জেনে নিন৷
- নিয়মিত আপনার পরিবারের সাথে যোগাযোগ রাখুন।
সৌদি আরবে কোন কাজের চাহিদা বেশি
বর্তমানে সৌদি আরবে নির্মাণ শ্রমিকের চাহিদা সবচেয়ে বেশি৷ কারণ দেশটিতে
প্রতিনিয়ত নতুন প্রজেক্ট চলছে৷ এছাড়াও প্রকৌশলীদের জন্য রয়েছে বিস্তৃত সুযোগ৷
বিশেষ করে অবকাঠামো ও উন্নয়নমূলক কাজে৷ তেল গ্যাস নির্ভর অর্থনীতির কারণ
পেট্রোলিয়াম সেক্টরে কর্মীর প্রয়োজনীয়তা ও সব সময় বেশি থাকে৷ এগুলো ছাড়াও
বিভিন্ন স্কিল্ড ও সেমি ইস্কিল কাজের জন্য শ্রমিক খোঁজা হয়নি নিয়মিত । ফলে
দক্ষতার ভিত্তিতে এখানে সহজে কাজের সুযোগ তৈরি হয়।
আরো পড়ুন:
মালয়েশিয়া টুরিস্ট ভিসা আবেদন
অন্যদিকে আধুনিক যুগে আইটি বিশেষজ্ঞ ও স্বাস্থ্যকর্মীদের চাহিদা দ্রুত বের
বাড়ছে৷ ডিজিটাল সেবা সফটওয়্যার ডেভেলপমেন্ট ও টেক্সট সাপোর্ট বিশেষ দক্ষতা
এখানে মূল্যবান৷ স্বাস্থ্যসেবা খাত নার্স ডাক্তার ও টেকনিশিয়ানদের জন্য প্রচুর
সুযোগ তৈরি হচ্ছে৷ বিশেষ করে বৈদেশিক কর্মীরা এক্ষেত্রে গুলোতে ভালো অবস্থান তৈরি
করতে পারছেন৷ সঠিক দক্ষতা থাকলে সৌদি আরব হতে পারে ভবিষ্যৎ গড়ার আদর্শ
গন্তব্য৷সৌদি আরবের কোম্পানি ভিসা আবেদন
স্বপ্ন পূরণের সোনালী সুযোগ
জীবনে প্রতিটি মানুষের এক সময়ে এমন একটি সুযোগ খোঁজে যা তার ভবিষ্যৎকে বদলে দিতে
পারে স্বপ্ন পূরণের পথে সেই সুযোগটায় কখনো আসে চ্যালেঞ্জ হয়ে আবার কখনো আসে
সহজে একটি সিদ্ধান্তের মাধ্যমে৷ সাহস নিয়ে এগিয়ে যেতে পারলে এই যাত্রা হতে পারে
আপনার জীবনের টার্নিং পয়েন্ট৷ স্বপ্ন শুধু দেখলে হয় না এটাকে ধরার জন্য
দরকার সঠিক পদক্ষেপ প্রতিটি দিন নতুন সম্ভাবনা ইঙ্গিত দেয় শুধু দেখতে জানতে হয়
আজকের এ একটিমাত্র চেষ্টায় হয়তো আগামী কালের সবচেয়ে বড় সফলতা এনে দেবে৷
যখন জীবনের নতুন অধ্যায় শুরু করার সময় আসে তখন চারপাশে হাজার প্রশ্ন মাথায় করে
থাকে কিন্তু মনে রাখবেন কোথাও স্বপ্নে আসবে নয় যদি আপনার ভেতরে থাকে
অদম্য মনোবল৷ আপনি যতটা বিশ্বাস রাখবেন নিজের উপর সাফল্যটাই কাছে আসবে
স্বপ্নপুরী সোনালী সুযোগ আপনার হাতছাড়া দিয়ে ডাকতেছে প্রতিদিন৷ এখনই যদি সে পথে
পা বাড়ান তবে একদিন গর্ভের সাথে ফিরে তাকাবে তে পারবেন আপনার আজকের পদক্ষেপে
তৈরি করবে আগামী দিনে সেরা গল্প৷সৌদি আরবের কোম্পানি ভিসা আবেদন
শেষ কথা:সৌদি আরবের কোম্পানি ভিসা আবেদন
স্বপ্নের নতুন দিগন্ত খুলে দিতে পারে সঠিক সময় নেওয়া একটি সিদ্ধান্ত৷ জীবন কখনো
কখনো এমন এক সুযোগ দেয় যা ধরতে পারলে বদলে যেতে পারে ভবিষ্যৎ৷ আপনার স্বপ্নকে
স্পর্শ করা এ যাত্রায় শুরু একটা শুরু নয় বরং হতে পারে এখন নতুন অধ্যায়ের দরজা৷
প্রতিদিনের একঘেয়ে জীবনে একটি ভিন্ন স্বপ্ন দেখা কি সত্যিই খারাপ? ভাবুন তো
আজকের এই ছোট্ট চেষ্টা হয়তো আগামী দিনের সবচেয়ে বড় গল্প হয়ে উঠতে পারে৷ আপনার
হাতের নাগালেই হয়ত লুকিয়ে আছে সেই সোনালী সুযোগ৷
আপনি যদি মন থেকে চান তবে কোন স্বপ্নে অসম্ভব নয় দরকার শুধু সাহস নিয়ে এগিয়ে যাওয়া৷ সঠিক পথে চলতে পারলে যে কোন যাত্রায় হয়ে উঠতে পারে সফলতার সিঁড়ি৷ আপনার ভেতরে শক্তিটাই একদিন আপনাকে নিয়ে যাবে নতুন জীবনের ঠিকানায় তাই আজ যে স্বপ্ন দেখেছেন তা আগামী দিনে হয়ে উঠতে পারে বাস্তব চমক ৷ আর এই যাত্রা গল্প একদিন আপনি ওনাকে শোনাবেন গর্ব করে৷ জীবন পরিবর্তনের শোটা হয়তো আজই আপনার জন্য অপেক্ষা করছে৷



অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url