বাংলাদেশে ড্রপশিপিং বিজনেস শুরু করার সম্পূর্ণ গাইড

আপনি কি বাংলাদেশে ড্রপশিপিং বিজনেস শুরু করার সম্পূর্ণ গাইড কোথায় পাবেন সেই বিষয় নিয়ে চিন্তিত ৷ আপনারা কোন প্রকার চিন্তা করার প্রয়োজন নাই আমি আছি আপনাকে সঠিক গাইডলাইন দেওয়ার জন্য৷

বাংলাদেশে-ড্রপশিপিং-বিজনেস-শুরু-করার-সম্পূর্ণ-গাইড

বর্তমান সময়ে ই-কমার্স বাংলাদেশের দ্রুত বৃদ্ধি পাচ্ছে৷ যার ফলে এখনকার বেশিরভাগ বিজনেস অনলাইন ডিপেন্ডেন্ট হয়ে পড়েছে৷ আর যার মধ্যে জনপ্রিয় একটি বিজনেস হচ্ছে ড্রপিং৷ যা শুরু করার জন্য একটি পারফেক্ট গাইডলাইন প্রয়োজন৷

পেজ সূচিপত্র:বাংলাদেশে ড্রপশিপিং বিজনেস শুরু করার সম্পূর্ণ গাইড

বাংলাদেশে ড্রপশিপিং বিজনেস শুরু করার সম্পূর্ণ গাইড

আপনি যদি ড্রপ শিপিং বিজনেস শুরু করার বিষয়ে জানতে চান তার জন্য আপনাকে সবার আগে ড্রপ শিপিং কি সে বিষয়ে জানতে হবে৷ এমন একটি ব্যবসায়িক মডেল হচ্ছে ড্রপ শিপিং যেখানে আপনি আপনার নিজের কোন রকম দোকান বা স্টক ছাড়াই আপনি পণ্য বিক্রয় করতে পারেন খুব সহজে৷ এই ব্যবসাতে আপনি একজন তৃতীয় পক্ষ হিসেবে কাজ করবে৷ সাপোজ আমার একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে এখন আপনি দ্বিতীয় পক্ষ হিসেবে আমার জিনিস আবার ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য আপনি নিজ দায়িত্বে বিক্রি করবেন এরকম ধরনের৷
এখন কোন প্রকার কাস্টমার যদি আপনার অনলাইন স্টোর থেকে একটি পণ্য আপনার কাছে অর্ডার দেয় তাহলে আপনি সেই অর্ডারটি সরাসরি সাপ্লায়ের এর কাছে পাঠাতে বা ফরওয়ার্ড করে দিতে হবে এরপর সেই সাপ্লায়ার কাঙ্খিত পণ্যটি সরাসরি সরাসরি কাস্টমারের কাছে পৌঁছে দেবে৷ অন্য মসজিদে কোন প্রকার প্রয়োজন পড়ে না ড্রপ শিপিং বিজনেসে যেটি এর সব থেকে বড় ও সুবিধাজনক বিষয়৷ এবং এখানে প্রথম অবস্থায় কোন প্রকার বড় অংকের টাকার প্রয়োজন পড়ে না আপনি যদি এটি করতে চান তাহলে আপনি আপনার ঘরে বসেই খুব সহজে এটি করতে পারবেন৷

আপনি যদি চান তাহলে বাংলাদেশের পাশাপাশি বিশ্বে যারা অনলাইনে ব্যবসা করছে বা করতে চাচ্ছে কিন্তু তাদের পুঁজি সেরকম পরিবার নেই তখন তার জন্য গ্রাফিই বিজনেস টি একটি সেরা প্লাটফর্ম অব বিকল্প রাস্তায় হিসেবে কাজ করে৷ বড় বড় কিছু প্রতিষ্ঠান যেমন ই-কমার্স, আমাজন, আলী এক্সপ্রেস, ইত্যাদি মাধ্যম ব্যবহার করে আপনি খুব সহজে একটি সফল ড্রপ শিপিং স্টোর তৈরি করতে পারবেন৷ ড্রপ শিপিং বিজনেস শুরু করার জন্য আপনাকে সর্বপ্রথম একটি লাভজনক নির্দিষ্ট নিস নির্বাচন করতে হবে এবং তারপর সেই নিসদিয়ে শুরু করতে হবে৷

 যেখানে অনেক প্রতিযোগিতা কম এবং চিন্তা চাহিদা বেশি ও ভালো হবে৷ এর পরে এটি বিশ্বস্ত একজন সাপ্লাই আর উদাহরণ সড়ক যেমন আলীএক্সপ্রেস, সিজি ড্রপ শিপিং এরকম অন্যান্য গ্লোবাল সাপ্লাই এর মাধ্যমে চুক্তি করে আপনার অর্ডার অনুযায়ী পণ্য সরাসরি সেইক্রেতার কাছে পৌঁছে দিতে হবে৷ আপনার অর্ডার আসলে তা সাপ্লায়ার কে ফরওয়ার্ড করে কাস্টমারের ট্র্যাকিং আপডেট দিতে হবে৷ এবং এখানে একটি মূল বিষয় খেয়াল রাখতে হবে যে কাস্টমারকে ভালো করে গাইড ও সাপোর্ট ভালোভাবে দিতে হবে এবং ব্র্যান্ডের প্রতি যাতে তাদের ভালো একটি বিশ্বাস করে ওঠে৷ এরপর আপনার কাঙ্খিত ডাটা এনালাইজ করে কোন প্রোডাক্ট মার্কেটে বেশি চলছে সেটি ব্যবসায় অনুসরণ করে ধাপে ধাপে এগিয়ে চলা৷

আসলে ড্রপ শিপিং কি এবং কেন বাংলাদেশে ড্রপশিপিং করবেন

মূলত ড্রপ শিপিং হচ্ছে এমন একটি ব্যবসা যেখানে আপনার কোন প্রকার পণ্য বা প্রোডাক্ট নিজে স্টক করে রাখতে হয় না অর্থাৎ নিজের কোন দোকানের প্রয়োজন পড়ে না এর কিছু প্রক্রিয়া রয়েছে যেমন:-
  • আপনি নিজেই অনলাইনে যে কোন স্তরের প্রোডাক্ট লিস্ট করবেন
  • অর্ডারকারীরা বা ক্রেতারা আপনার কাছে আপনার পেইজে অর্ডার করবে বা ওয়েবসাইটে অর্ডার করবে
  • সে অর্ডারটি আপনি সরবরাহকারীর কাছে ফরওয়ার্ড করবেন
  • সরবরাহকারী আবার সেই অর্ডারটি সরাসরি ক্রেতার কাছে পৌঁছে দেবে
  • আপনার নির্দিষ্ট বিক্রয় মূল্য ও ক্রেতার সরবরাহকারী দামের মাঝখানে যেই টাকা বাজবে খেতে হবে আপনার লাভ।
এখানে কোন রকম ঝুঁকি নেই এবং কোন প্রকার ইনভেস্টও করতে হয় না৷ এছাড়াও আপনি কেন বাংলাদেশের ড্রপ শিপিং ব্যবসা করতে যাবেন৷ বর্তমান সময়ে বাংলাদেশের দক্ষিণ এশিয়ার একটি অন্যতম সম্ভাবনাময় ই-কমার্স মার্কেট হিসেবে গণ্য হয়েছে। এর কিছু কারণ রয়েছে যে সেগুলো হচ্ছে:-
  • বর্তমান সময় ইস্মার্টফোনের ব্যবহার ও ইন্টারনেটের ব্যবহার অত্যন্ত বৃদ্ধি বর্তমানে এখন প্রায় 13 কোটিরও বেশি মানুষ অনলাইনে যুক্ত রয়েছে৷
  • স্বল্প খরচে ব্যবসা শুরু এখানে কোন প্রকার গুদামজাতকরণ ও স্টক এ পণ্য রাখতে হয় না
  • বাজারে এটি ব্যাপক চাহিদা বর্তমান সময়ে,গ্যাজেট , ফ্যাশন, হোম ডেকোরেটর, ইলেকট্রিক সাপ্লাইস ইত্যাদি পণ্য বিক্রয় হচ্ছে মার্কেটে৷
  • লোকাল ও গ্লোবাল সুযোগ এবং আপনি খুব সহজেই ব্যবসাটি বড় করতে পারবেন।

বাংলাদেশে ড্রপ শিপিং করার জন্য গাইড

প্রয়োজনীয় ও সঠিক নিস নির্বাচন এর গুরুত্ব৷ সঠিক নিস বেছে নেওয়ার কিছু নিয়ম:
  • বেশি পরিমাণ চাহিদা আছে কিন্তু অফলাইনে অনেক কম পাওয়া কঠিন
  • খুব সহজে পাঠানো যায় এরকম প্রোডাক্ট
  • ভালো লাভজনক এবং যেটির রেট আছে মার্কেটে
  • কিছু ট্রেন্ডিং প্রোডাক্ট যেগুলো মার্কেটে ভালো যেমন ফ্যাশন, গেজেট, ওয়াচ, ফোন, ইত্যাদি৷
দ্বিতীয় ধাপে আপনাকে একটি অনলাইন স্টোর তৈরি করতে হবে৷ এখন আপনি নিজের ওয়েবসাইটেও করতে পারেন এমনকি মার্কেট করতে পারেন৷ নিজের ওয়েবসাইটে করার কিছু ট্রিক:-
  • টপ ফাইভ ওয়ার্ডপ্রেস এমনকি ও কমার্স এ ছাড়াও উইক্স দিয়েও খুব সহজে করা যায়৷
  • পারফেক্ট একটি ব্র্যান্ডিং দাম এবং কাস্টমার এক্সপ্রেস নিয়ন্ত্রণে থাকে
  • এমনকি দীর্ঘমেয়াদী ব্যবসার জন্য সেরা
এখন যদি আপনি মার্কেট প্লেসে কাজ করতে চান তাহলে আপনি যে সকল বিষয়ে খেয়াল রাখবেন ভাগ করবেন৷
  • দারাজ, আলিএক্সপ্রেস, আজকের দেল, এ সকল জায়গায় খুব সহজে সেল করতে পারেন৷
  • দ্রুত শুরু করা যায় তবে নিয়ন্ত্রণ অনেক সীমিত৷
নিজের ওয়েবসাইটে কাজ করা সব থেকে বেশি ভালো৷ এখানে খুব তাড়াতাড়ি ও নির্ভরযোগ্যভাবে ও লং টাইম এর জন্য সাকসেস পাওয়া যায়। এখন এখানে যদি আপনি ভালো করে কাজ করতে পারেন তাহলে এখানে আপনার ক্যারিয়ার গড়ে উঠবে৷ আর নিজের ওয়েবসাইটের ক্ষেত্রে তেমন কোন ইনভেস্ট করতে হবে না কম ইনভেস্টে আপনি ওয়ার্ডপ্রেস এ কাজ শুরু করতে পারেন এমনকি যে কোন প্রকার সোশ্যাল মিডিয়াতেও পেজ বা আইডি বা চ্যানেলের মাধ্যমে শুরু করতে পারেন৷ যা হবে সব থেকে সহজ মাধ্যম। আপনার জন্য ও লাভজনক হবে৷

আসলে ড্রপ শিপিং বিজনেস কি

সাধারণত যারা নতুন তাদের সকলের মনে প্রশ্নে যা আগে যে আসলে ড্রপ শিপিং বিজনেস কি৷ এটা কিভাবে করে৷ এটি করে লাভ কি৷কেনই বা এটি করব৷ নতুন শুনেছেন তাদের কাছে ব্যাপারটা কিছুটা কঠিনও হতে পারে মনে তবে চিন্তার কোন প্রকার কারণ নেই এখানে একেবারে নতুন ওরা যাতে ব্যাপারটি খুব সহজে নিতে পারে বুঝতে পারে ঠিক সেভাবে আজকের এই কনটেন্টটি লেখা হয়েছে এবং সাজানো হয়েছে সুতরাং সোজা কথায় আপনাদের কারো কাছে থেকে অর্ডার নিতে নিয়ে বা তা আপনি কিভাবে সাপ্লাইয়ের কাছে থেকে কেনার পাশাপাশি অর্ডারকারী পণ্যটি সরবরাহ করাও আসলে ড্রপ শিপিং ব্যবসা হিসেবে আমরা জানি৷বাংলাদেশে ড্রপশিপিং বিজনেস শুরু করার সম্পূর্ণ গাইড
এখন এক্ষেত্রে আপনাকে নিজের স্টোরে প্রোডাক্টের ইনফো অর্থাৎ আপনাকে আপনার পণ্যের সকল বিস্তারিত রাখতে হবে প্রয়োজন অনুযায়ী৷ এখন কাস্টমার যদি আপনার দোকানে ঢুকে সেই পণ্যটি কিনতে অর্ডার করে সেক্ষেত্রে আপনি একজন সাপ্লাইয়ের নিকট থেকে মুক্তপণ্যটি কিনে কাস্টমারকে ডেলিভারি করবেন৷ আর এই সকল প্রসেসিং কেই বলা হয় ড্রপ শিপিং৷ এখানে আপনি একজন তৃতীয় পক্ষ হিসেবে কাজ করে থাকবেন। এবং এই ক্রেতা ও সাপ্লায়ার এর মাঝখানে যেই টাকাটা মেন বাজবে সেটি হবে আপনার আসল লাভ৷ বিস্তারিত জানতে পোস্টটি পড়তে থাকুন।

কিভাবে কাজ করে ড্রপশিপিং 

আপনি যদি ড্রপ শিপিং করার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে আপনাকে সর্বপ্রথম সাপ্লায়ার কিংবা উৎপাদনকারীর সাথে একটি মিটিং এর মাধ্যমে চুক্তিপত্র নিয়ে সেটিতে বর্ধিত হতে হবে৷ যার ফলে আপনার নিজের কাছে তাদের পণ্য তারা অর্ডার আসলে যাতে ফরওয়ার্ড করতে পারে এবং আপনি সেই পণ্যটি ক্রেতার কাছে সরাসরি ডেলিভারি করতে পারেন৷ এখন উৎপাদনকারী যে পণ্যগুলো নিয়ে আপনি কাজ করবেন বা করতে চাইছেন সেসব পণ্য সাজিয়ে আপনার একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করে নিতে হবে যা আপনার ছেলের মূল পদ্ধতি হয়ে দাঁড়াবে৷ এবং এমন একটি মাধ্যম খুঁজতে হবে যেখানে খুব সহজেই কাস্টমাররা তাদের কাঙ্খিত চাহিদা অনুযায়ী পণ্য বা প্রোডাক্ট অর্ডার করতে পারে৷

এখন যখনই আপনার সেই ই-কমার্স ওয়েবসাইটে কোনরকম কাস্টমার অর্ডার করবে আর তখনই আপনি হে অর্ডারটি আপনার যে চুক্তিবদ্ধ উৎপাদনকারী বা সাপ্লায়ার আছে তাকে জানিয়ে দেবেন৷ এরপর তারা তাদের সেই প্রোডাক্ট প্যাকেজ করে কাস্টমারের কাছে পৌঁছে দেবে। তবে এখন এই ক্ষেত্রে আপনার কোম্পানির নাম এবং কোম্পানির যে নির্দিষ্ট লোগো আছে সেগুলো ব্যবহার করতে হবে৷ এই ক্ষেত্রে আপনি কোন রকম সমস্যার সম্মুখীন হবেন না৷ আর সরাসরি সাপ্লিয়ার অর্থাৎ উৎপাদনকারীর সঙ্গে যে যুক্তিপত্র আছে এটিও আপনাকে হাই সিকিউরিটি দেবে৷ যেখানে কোনরকম রিক্স হবে না৷

ড্রপ শিপিং বিজনেস কিভাবে শুরু করবেন

ড্রপ শিপিং করতে শুরুতেই যেটি প্রয়োজন হয় সেটি হলো দোকান যেখানে আপনি আপনার কাঙ্খিত পণ্য details সাজিয়ে রাখবেন এবং সেখান থেকে গ্রাহকরা তাদের প্রয়োজন অনুযায়ী সেই সাজানো প্রোডাক্ট থেকে অর্ডার করবে৷ যে সকল কাস্টমার সরাসরি নিজেই ই-কমার্স ওয়েবসাইটের ব্যবস্থা করতে পারে তারা নিজেরাই সেই ওয়েবসাইটের নিয়ে কাজ শুরু করে দিতে পারবে৷ কিন্তু যারা রেডি দোকান নিতে চাই তারা একটি কাজ করতে পারবে সেটি হল বিভিন্ন প্রকার ই-কমার্স ওয়েবসাইট যেমন দারাজ আল-এক্সপ্রেস আমাজন এ সকল বড় বড় অনলাইন ই-কমার্স ব্যবসা প্রতিষ্ঠানের তৃতীয় পক্ষ হিসেবে হেল্প নিতে পারে৷
আপনার কাছে যদি একটি ওয়েবসাইট নিয়ে কাজ করা অনেক সময় ভাই বহুল মনে হয় এমনকি অর্থ আপনার কাছে নেই কিন্তু আপনি করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইট তৈরি করে কাজ না করাই ভালো৷ প্রথম অবস্থায় নিজের একটি ওয়েবসাইট নেই কাজ করায় ভালো৷ এখন যদি আপনারটা আয়না থাকে তাহলে কি করার আছে আপনি যদি সেই ক্ষেত্রে এ সকল বড় বড় মার্কেটপ্লেসের সহায়তা নিয়ে তৃতীয় পক্ষ হিসেবে কাজ করবেন৷ আরে কাজ করার জন্য তাদের সঙ্গে আপনাকে একটি চুক্তিপত্র৷ স্বাক্ষর করে চুক্তি বাধ্য হতে হবে। এবং আপনি প্রয়োজন অনুযায়ী কাজ শুরু করতে পারবেন৷
বাংলাদেশে-ড্রপশিপিং-বিজনেস-শুরু-করার-সম্পূর্ণ-গাইড

ড্রপ শিপিং বিজনেস কেন করবেন

একদম সোজা বাংলা ভাষায় টেলারের নিজের খরচ বাঁচিয়ে যেই আইটি করা বা করতে ড্রপ শিপিং এর ব্যবহার করে থাকে মানুষজন৷ অতএব বুঝতেই পারছেন যে ড্রপ শিপিং এর বেশ কিছু সুবিধা রয়েছে এর মাঝে এখানে গুরুত্বপূর্ণ কিছু বাড়তি খরচ থেকে মুক্ত পাওয়া যায়৷ অবশ্যই এখানে আপনি মনে রাখবেন ড্রপ শিপিং এ লক্ষ লক্ষ ডলার বিনিয়োগ দরকার নেই বলেই আজকে এর ইনকাম একেবারেই হয়না কিংবা ক্যারিয়ার গড়া যায় না তেমন কিছু নয় এ সকল বিষয় সবই হচ্ছে একদম ভুল ধারণা৷বাংলাদেশে ড্রপশিপিং বিজনেস শুরু করার সম্পূর্ণ গাইড

আপনি যদি ভেবে থাকেন যে প্রথম অবস্থায় হয়তো অনেক টাকা বা ডলার খরচ করতে হয় তাহলে আপনি ভুল ভাবছেন৷ এইসব ভাবনা-চিন্তা বাদ দেন এবং সফলতার পথের দিকে এগিয়ে চলতে পারেন৷ আপনার আজকের একটি পদক্ষেপ হতে পারে ভবিষ্যতে বড় কিছু৷ তাহলে আর দেরি না করে চলুন এই পথে আমরা এগিয়ে চলি কেননা আমরা ড্রপ শিপিং ব্যবসা করা শুরু করি এবং ব্যবসা কিভাবে করব সে বিষয়ে গবেষণা চালানো শুরু করি৷

কোন প্রকার ইনভেস্ট নেই কেন

ড্রপ শিপিং বিজনেস কোন ইনভেস্ট এর প্রয়োজন পড়ে না যে যার কারণে আপনি এখানে মোটামুটি একজনের রিসেলার হিসেবে কাজ করেছেন অর্থাৎ দ্বিতীয় পক্ষে হিসেবে কাজ করেছেন সেহেতু আপনার নিজের কাছে কোন প্রোডাক্ট থাকা বা স্টক করার প্রয়োজন পড়ে না যখন আপনার সাইটে বা আপনার কালকে তো ওয়েবসাইটে আপনার কাছে কোন প্রোডাক্টের অর্ডার আসবে তখন আপনি তার অর্ডারটি সাপ্লাইয়ের কাছে জানাবেন আর তারা নিজেরাই আপনার কোম্পানির নাম এবং লোগো কু বসিয়ে সঠিকভাবে প্যাকেজিং শুরু করবে৷
এরপর সরাসরি সেটি কাস্টমারের কাছে পৌঁছে দেবে যার ফলে আপনার কোন ইনভেস্ট করতে হবে না এইখানে মাঝে যেই টাকাটি লাভ হবে সেটি হবে আপনার কাঙ্খিত আয়৷ তবে এখানে একটি অনলাইন দোকান বা ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে কিন্তু কিছু অর্থ খরচ হয় অল্প কিছু সংখ্যক টাকা৷ আবার আপনি যদি নিজেই ওয়েবসাইট তৈরি করে কিংবা যেকোনো প্রকার ডিজাইন এর কাজ জানেন তবে আপনার এই খরচটিকেও করতে হবে না। এটা কিন্তু মাথায় রাখবে৷ আপনার আজকের দক্ষতা ভবিষ্যতে বড় কিছু৷

কোন প্রকার নির্দিষ্ট স্থান এর প্রয়োজন পড়ে না

মূলত ড্রপ শিপিং এর বা ড্রপ সিপিআর কে কোন প্রোডাক্ট স্টক করতে হয় না অর্থাৎ নির্দিষ্ট কোন দোকানঘর জায়গা প্রয়োজন পড়ে না৷ যার ফলেই এই ব্যবসায়ী করতে কোন জায়গা লাগবে না দেখা যাচ্ছে জমা রাখার ফলে অনেক প্রোডাক্টটি ক্ষতি সম্মুখীন হয়ে যায় অর্থাৎ নষ্ট হয়ে যায় এক্ষেত্রে আপনার এই লস টি হবে না এই বিজনেসে৷ এমনকি এর পাশাপাশি আপনার পণ্য জমা রাখতে যে অর্থ বা টাকা খরচ হতো সেটিও বেঁচে যাবে সেলার কে ভাবাতেও হবে না৷ আপনাকে কোনরকম ঝুঁকি টেনশন এর সম্মুখীন হতে হবে না৷বাংলাদেশে ড্রপশিপিং বিজনেস শুরু করার সম্পূর্ণ গাইড

ছোট ড্রপ শিপিং বিজনেস একজন সেলারের কোন প্রোডাক্ট স্টোর করতে হয় না সেজন্যে প্রোডাক্ট সেল করার জন্য কোন নির্দিষ্ট জায়গা বা প্রোডাক্ট জমাতে হয় না বলে আলাদা কোন সমস্যা নেই সুতরাং আপনার স্টকের ঝামেলা থেকে বাঁচতে হলে ড্রপ শিপিং বিজনেস আপনার জন্য একদম পারফেক্ট এবং আপনি যদি পার্টটাইম বিজনেস করতে চান বা পার্ট টাইম কোন কাজ করে টাকা আয় করতে যান তাহলে আপনার জন্য এক নাম্বার হয়ে দাঁড়াবে ড্রপ শিপিং৷ মরুভূমিতে এক ফোঁটা পানি পাওয়া আর মতো হয়ে দাঁড়াবে৷
বাংলাদেশে-ড্রপশিপিং-বিজনেস-শুরু-করার-সম্পূর্ণ-গাইড

শেষ কথা:বাংলাদেশে ড্রপশিপিং বিজনেস শুরু করার সম্পূর্ণ গাইড

টপশিপিং ব্যবসা শুরু করার সেই উপায় জানতে হলে আপনাকে প্রথমে মার্কেটে ভালো করে গবেষণা ও যাচাই-বাছাই করতে হবে এবং ক্রেতাদের চাহিদাও আপনাকে ভালো করে বুঝতে হবে এবং আপনার সঠিক পণ্য নির্বাচন করতে হবে৷ অনলাইনে স্বাধীনভাবে আয় করতে পারবেন৷ তবে সফল হতে হলে আপনাকে শুধু একটি প্রতিষ্ঠান বা স্টোরে কাজ করলে হবে না আপনাকে সঠিক ভাবে নিজ নির্বাচন বিস্তারিত সাপ্লায়ার খোঁজা৷ এমনকি ওয়েবসাইট ভালোভাবে এসিও ফ্রেন্ডলি কনটেন্ট এবং গ্রাহকদের কাছে আকর্ষণীয় করে তোলা৷ তাতে আপনার অর্ডারটি বৃদ্ধি পাবে৷

প্রিয় পাঠক বন্ধুরা আশা করছি আপনারা পুরো পোস্টটি পড়েছেন৷ আশা করছি আপনারা পুরো পশ্চিম পড়ে অনেক উপকৃত হয়েছে৷ আর আপনি যে জ্ঞানটি অর্জন করলেন এই পোস্টটি পড়ার মাধ্যমে সেই জ্ঞানকে কাজে লাগে আপনি অবশ্যই এখন ড্রপ শিপিং ব্যবসা করতে পারবেন আশা করছি৷ প্রতিনিয়ত এরকম বাস্তব ও তথ্যভিত্তিক পোস্ট পেতে আমাদের সঙ্গে থাকুন৷" ধন্যবাদ"

 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url