সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি বর্তমান সময়ে বিশ্বজুড়ে প্রতিদিন গড়ে 4.9
বিলিয়ন মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আসছে৷ শুধু বাংলাদেশেই সক্রিয়
ব্যবহারকারীর সংখ্যা 7.2 কোটির বেশি যা ব্যবসার জন্য বিশাল সুযোগ তৈরি
করছে৷ ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব বা টিকটক এর মত প্ল্যাটফর্ম গুলো এখন আর
কেবল বিনোদনের মাধ্যম নয় বরং ব্র্যান্ড এবং গ্রাহকদের মধ্যে সরাসরি যোগাযোগ হয়ে
উঠেছে৷
সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে একটি কৌশল যেখানে ব্যবসা সঠিক প্লাটফর্মে
পরিকল্পিত ভাবে বা কনটেন্ট তৈরি ও শেয়ার করে৷ এটি ব্র্যান্ড পরিচিতি বৃদ্ধির
নতুন গ্রাহক এবং বিক্রয় বাড়াতে কার্যকর প্রমাণিত হয়েছে৷ বর্তমানে হাফসব
এর এক সমীক্ষায় দেখা গেছে 78 শতাংশ ভোক্তা সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন বা কনটেন্ট
দেখে কোন না কোন পণ্য কেনার সিদ্ধান্ত নিচ্ছে৷ এই কারণেই ছোট থেকে বড় সব
ব্যবসায় এখন সোশ্যাল মিডিয়ার গুরুত্ব দিচ্ছে৷
সাধারণত সোশ্যাল মিডিয়া মার্কেটিং হল একটি ডিজিটাল মার্কেটিং কৌশল যার মাধ্যমে
বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ব্যবহার করে ব্যবসা বা ব্র্যান্ড তাদের পণ্য
সেবা বা বার্তা লক্ষ্যমাত্রা গ্রাহকদের কাছে পৌঁছে দেয়৷ এটি শুধুমাত্র প্রচারণার
জন্য নয় বরং গ্রাহকের সঙ্গে সরাসরি সম্পর্ক গড়ে তোলা ব্র্যান্ডের
বিশ্বাসযোগ্যতা বাড়ানো এবং মার্কেট ট্রেড সম্পর্কে গুরুত্ব তথ্য সংগ্রহ জন্য
ব্যবহৃত হয়৷
২০২৪ সালের একটি প্রতিবেদন অনুযায়ী ৮৭% ছোট ব্যবসায় মালিকরা জানিয়েছেন যে
সোশ্যাল মিডিয়া তাদের ব্যবসার সহায়তা করছে৷ এছাড়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে
কাস্টমারের সঙ্গে সরাসরি যোগাযোগ করার কারণে কোম্পানিগুলো দ্রুত ফিডব্যাক পায়
এবং গ্রাহকের চাহিদা অনুযায়ী তাদের প্রোডাক্ট বা সার্ভিস কাস্টমাইজ করতে
পারে৷সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি৷
সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মূল লক্ষ্য হলো
ব্র্যান্ডের উপস্থিতি শক্তিশালী করা
অডিয়েন্সের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা
নির্দিষ্ট বাজারে পৌঁছানো
ডেটা ও ফিডব্যাক ব্যবহার করে মার্কেটিং কৌশল উন্নত করা
সোশ্যাল মিডিয়া মার্কেটিং করার উপায়
আপনি যদি সফল সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে চান তার জন্য কৌশলগত পরিকল্পনা ও
সঠিক বাস্তবায়ন দরকার৷ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটি কৌশলগত প্রক্রিয়া
যা ব্র্যান্ডের দৃশ্যমান বৃদ্ধি গ্রাহকের সঙ্গে সম্পর্ক গঠন এবং ব্যবসা প্রসার
ঘটাতে সাহায্য করে৷ সফলভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করার জন্য কিছু
গুরুত্বপূর্ণ ধাপ অনুসরণ করতে হয় বা করা প্রয়োজন৷
সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জন্য যে সকল ধাপের প্রয়োজন
লক্ষ্য নির্ধারণ করুন
সঠিক প্লাটফর্ম নির্বাচন করুন
মানসম্মত কনটেন্ট তৈরি করুন
নিয়মিত পোস্ট করুন
সঠিক অডিয়েন্স লক্ষ্য করুন
ইনফ্লুয়েঞ্জার এবং পার্টনারশিপ ব্যবহার করুন
পেড বিজ্ঞাপনের সুবিধা নিন
গ্রাহকদের সঙ্গে সংযোগ রক্ষা করুন
মার্কেটিং পারফরম্যান্স বিশ্লেষণ করুন
সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর গুরুত্ব
বর্তমান ডিজিটাল যুগে ব্যবসা বা ব্রান্ডের উন্নতির জন্য সোশ্যাল মিডিয়া
মার্কেটিং গুরুত্বপূর্ণ একটি প্লাটফর্ম এটি শুধু প্রচারের জন্য নয় বরং
গ্রাহকের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন ব্রান্ডের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি এবং
প্রতিযোগিতামূলক বাজারে এগিয়ে থাকার অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে৷
সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলোর মাধ্যমে কোন কিছুর প্রচার লক্ষ লক্ষ মানুষের
কাছে সহজে পৌঁছানো সম্ভব যা ব্যবসায় সম্প্রসারণ বড় ভূমিকা রাখে এটি একটি
দ্রুত কার্যকর এবং তুলনামূলকভাবে কম খরচে বিজ্ঞাপন প্রচার করতে পারে ব্যবসার
আকার যাই হোক না কেন সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার ব্যান্ডের জনপ্রিয়তা
বাড়িয়ে তোলে৷
গ্রাহকের চাহিদা বুঝে গুণগত কনটেন্ট তৈরি টার্গেট বিজ্ঞাপন ভিডিও মার্কেটিং এবং
কাস্টমার এনগেজমেন্ট বৃদ্ধি করা যায় পাশাপাশি সোশ্যাল মিডিয়াম মার্কেটিং
ব্যবসার ডাটা বিশ্লেষণ ও মার্কেটের ট্রেন বুঝে সাহায্য করে যা ভবিষ্যতে
পরিকল্পনা সহায়তা করে বা সহায়তা হয়৷
প্রযুক্তি নির্ভর এই যুগে যারা এ প্লাটফর্ম গুলো বেশি সক্রিয় নয় তারা
প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারে তাই সোশ্যাল মিডিয়াম মার্কেটিং হল সঠিক কৌশল
এবং ব্যবসার সফলতার অন্যতম চাবিকাঠি তাই যে কোন স্টাটআপআপ এবং ক্ষেত্রে সোশ্যাল
মিডিয়া মার্কেটিং এর গুরুত্ব অপরিসীম৷সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি৷
ব্যবসার জন্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং কেন দরকার
একটি ব্যবসা যদি আজকের প্রতিযোগিতামূলক মার্কেটে টিকে থাকতে চায় তাহলে সোশ্যাল
মিডিয়ার প্রয়োজন অপরিহার্য এটি কেবল বিজ্ঞাপনের মাধ্যম নয় বরং ব্যবসার
ব্যান্ড ভ্যালু বিক্রয় বৃদ্ধি এবং গ্রাহকের সঙ্গে স্থায়ী সম্পর্ক গড়ে তুলতে
সাহায্য করে৷
ব্র্যান্ড পরিচিতি
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যবসা কম সময়ে বড় অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারে
উদাহরণ স্বরূপ ফেসবুক মাসিক সহকর্ম ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৩.৭ বিলিয়নের
বেশি এমন বৃহৎ প্ল্যাটফর্মের কার্যকর মাধ্যমে ব্যবসা তার ব্র্যান্ড দ্রুত
পরিচিত অর্জন করতে পারে৷
কাস্টমারের সঙ্গে সরাসরি যোগাযোগ
সোশ্যাল মিডিয়া গ্রাহকরা সরাসরি প্রশ্ন করতে পারে মতামত দিতে পারে এবং
সমস্যার সমাধান পেতে পারে এটি ব্যবসার জন্য গ্রাহক সন্তুষ্টি বাড়ানোর একটি
শক্তিশালী উপায়৷
কম খরচে বেশি মানুষের কাছে পৌঁছানো
টেলিভিশন বা প্রিন্ট বিজ্ঞাপনের তুলনায় সোশ্যাল মিডিয়া প্রচারণা অনেক বেশি
কম খরচে এবং দ্রুত ফল দেয় ৷ ২০২৫ সালের একটি প্রতিবেদন অনুযায়ী সোশ্যাল
মিডিয়া বিজ্ঞাপন প্রতি ডলারে বিনিয়োগ গড় রোল প্রায় ২০০% পর্যন্ত হতে
পারে৷
রিয়েল টাইম ফিডব্যাক পাওয়া
সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ব্যবসা দ্রুত জানতে পারে কোন পণ্য বা সার্ভিস
গ্রাহকের কাছে কতটা জনপ্রিয় এতে ব্যবসা তাদের কৌশল অবিলম্বে পরিবর্তন আনে বা
আনতে পারে৷
সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মূল দিকগুলো
আপনাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং কার্যকর করতে হলে কয়েকটি মূল উপাদান ভালোভাবে
বুঝতে হবে এবং পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করতে হয় বা করা জরুরী৷ এগুলো
ব্যবসার কৌশলকে শক্তিশালী করে এবং দীর্ঘমেয়াদে সফলতা নিশ্চিত করে৷
সঠিক প্ল্যান আর গোল সেট করা
প্রতিটি কার্যকর সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন শুরু হয় সঠিক লক্ষণ নির্ধারণ
দিয়ে ব্যবসার লক্ষ্য হতে পারে ব্র্যান্ড পরিচিতি বৃদ্ধি লিট জেনারেশন বিক্রয়
বাড়ানো বা গ্রাহক সেবা উন্নত করা লক্ষ্য নির্ধারণ করলে সোশ্যাল মিডিয়ার
কার্যকর প্রচারণা সম্ভাবনা বেশি হয়৷
কনটেন্ট হলো সোশ্যাল মিডিয়া প্রাণ ছবি ভিডিও স্টোরি বা ব্লক পোস্ট কন্টেন
মাধ্যমে ব্যবসা গ্রাহকের মনোযোগ আকর্ষণ করে ২০২৫ এর একটি প্রতিবেদনে দেখা গেছে
ভিডিও কনটেন্টের এনগেজমেন্ট টেক্সট বা ছবি কন্টেন্ট তুলনামূলক ৫৯ পার্সেন্ট
বেশি৷ নিয়মিত মানসম্মত এবং আকর্ষণীয় কনটেন্ট পোস্ট করা ব্র্যান্ডের
বিশ্বাসযোগ্যতা বাড়ায়৷
কাস্টমারের সঙ্গে যোগাযোগ রাখা
গ্রাহকের সঙ্গে সরাসরি সংযোগ ব্যবসায় প্রতিযোগিতা এগিয়ে রাখে সোশ্যাল মিডিয়া
কমেন্টের মেসেজ বা রিভিউ এর মাধ্যমে ব্যবসা গ্রাহকের চাহিদা বুঝতে পারে এবং
দ্রুত সারা দিতে পারে এতে গ্রাহকের আস্থা বৃদ্ধি পায় এবং সততা তৈরি
হয়।
ডাটা দেখে এনালাইসিস আর আপডেট করা
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো বিশদ বিশ্লেষণ সরবরাহ করে পোস্ট কতজন
দেখেছে কত জন লাইক বা কমেন্ট করেছে কোন ধরনের কনটেন্ট বেশি কার্যকর এ
তথ্যগুলো ব্যবসার কৌশল উন্নত করে সাহায্য করে রিয়েল টাইম ডেটা ব্যবহার করে
ব্যবসা তাদের স্ট্যাটেজি নিয়মিত আপডেট করতে পারে৷
সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সুবিধা
সোশ্যাল মিডিয়া আমার একটি ব্যবসার জন্য একাধিক দিক থেকে লাভজনক এটি শুধুমাত্র
প্রচারণার একটি মাধ্যম নয় বরং ব্র্যান্ডের বৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ
কৌশল৷
বেশি রিচ পাওয়া
স্পেশাল মিডিয়াম মাধ্যমে ব্যবসা কম সময়ে বৃহত্তর কাছে পৌঁছাতে পারে উদাহরণ
স্বরূপ ফেসবুকের মাসিক ব্যবহারকারী প্রায় তিন পয়েন্ট সাত বিলিয়ন এমন বৃহৎ
প্ল্যাটফর্মে নিয়মিত পোস্ট এবং প্রচারণার মাধ্যমে ব্যবসা তাদের ব্র্যান্ডকে
দ্রুত পরিচিত করতে পারে৷
সম্পর্ক তৈরি হওয়া
গ্রাহকের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ সোশ্যাল মিডিয়াকে অন্যান্য মার্কেটিং
চ্যানেলের থেকে আলাদা আলাদা করে কমেন্ট মেসেজ এবং রিভিউ এর মাধ্যমে ব্যবসা
গ্রাহকের চাহিদা বুঝতে পারে এবং দ্রুত সারা দিতে পারে এটি দীর্ঘমেয়াদি
সম্পূর্ণ সম্পর্ক এবং লয়ালিটি তৈরি করে৷
টার্গেট করে বিজ্ঞাপন দেওয়া
সোশ্যাল মিডিয়া পেড এড গুলোর মাধ্যমে ব্যবসার নির্দিষ্ট লক্ষ্যবস্তু অডিয়েন্স
কে পৌঁছাতে পারে উদাহরণস্বরূপ ইনস্টাগ্রাম বা ফেসবুকে বিজ্ঞাপন ৪০ চালিয়ে
ব্যবসার বয়স লোকেশন এবং আগ্রহ অনুযায়ী মানুষকে টার্গেট করতে পারে এটি প্রচারণার
কার্যকারিতা বৃদ্ধি করে এবং বাজেটের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে৷
উপরোক্ত এই সকল সুবিধা গুলো এক ত্রিত হয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কে একটি
শক্তিশালী ও পরিমাপযোগ্য কৌশল বানায় যা শুধু ছোট ব্যবসা নয় বড় কোম্পানির জন্য
কার্যকর হয়ে দাঁড়ায়৷
কিভাবে একটি সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি বানাবেন
একটা ছাগল সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্যাটেজি তৈরি করতে কেবল প্ল্যাটফর্মের
পোস্ট করা যথেষ্ট নয় এটি একটি পরিকল্পিত প্রক্রিয়া যা লক্ষ অডিয়েন্সের কনটেন্ট
এবং ডেটার উপর ভিত্তি করে তৈরি করতে হয়
আগে লক্ষ্য ঠিক করুন
প্রথমেই নির্ধারণ করতে হবে ব্যবসার মূল লক্ষ্য কি এটি হতে পারে ব্র্যান্ড
পরিচিতি বৃদ্ধি লিট জেনারেশন বিক্রয় বৃদ্ধি বা গ্রাহকের সঙ্গে সম্পর্ক উন্নত
করা স্পষ্ট লক্ষ্য থাকলে প্রতিটি কার্যক্রমের মূল্যায়ন সহজ হয়, লক্ষ্য ঠিক
করার সময় স্মার্ট মেথড ব্যবহার করতে পারেন৷
টার্গেট অডিয়েন্স চিনুন
জানতে হবে কোন ধরনের মানুষ আপনার প্রোডাক্ট বা সার্ভিসের আগ্রহী এক্ষেত্রে
বয়স লিঙ্গ লোকেশন আগ্রহ এবং পেশা অনুযায়ী অডিয়েন্স সেগমেন্ট করা
গুরুত্বপূর্ণ৷ ২০২৩ সালের বিটুবী মার্কেটিং ডেটা ইমপ্ল্যান্ট রিপোর্ট এর
উল্লেখ করা হয়েছে যেসব মার্কেটর রা তাদের সঠিক ডেটা ব্যবহার করে তাদের
টার্গেট অডিয়েন্স চিহ্নিত করেন তাদের মধ্যে ৪৩% উল্লেখযোগ্য
রাজস্ব বৃদ্ধি দেখেছেন৷ এছাড়া ডাটা চালিত কৌশল ব্যবহারকারী মারকেটাররা তাদের
কনভার্সন রেট বৃদ্ধি পেয়েছে বলে জানান৷
কোন প্লাটফর্মে করবেন তা ঠিক করুন
সব সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের জন্য একই কৌশল কার্যকর নয়৷ সবচেয়ে সক্রিয়
এবং কোন প্লাটফর্মে তাদের কাছে পৌঁছানোর সহজতা নির্ধারণ করা জরুরী৷ । লক্ষ্য
অডিয়েন্স এবং কনটেন্ট টাইপ অনুযায়ী প্লাটফর্ম নির্বাচন করুন৷
ইউনিক আর আকর্ষণীয় কনটেন্ট বানান
গ্রাহকের মনোযোগ আকর্ষণ করতে এবং এনগেজমেন্ট বাড়াতে কনটেন্ট হতে হবে ইউনিক
আকর্ষণীয় এবং প্লাটফর্মের ধরন অনুযায়ী ভিডিও ছবি গল্প পোস্ট ব্যবহার করা
যেতে পারে৷
সোশ্যাল মিডিয়া এনালিটিক্স ব্যবহার করে দেখতে হবে কোন কনটেন্ট কার্যকর
হয়েছে এবং কোনটি নেই৷ এ তথ্য ব্যবহার করে নিয়মিত আপডেট করতে হয় বা
করা উচিত৷ যেটা চালিত সিদ্ধান্ত ব্যবসায়ী সোশ্যাল মিডিয়া কার্যক্রমে আরো
ফলপ্রসর করে৷
সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর বেস্ট প্রাকটিস
ফয়সাল মিডিয়ার সফলতা পেতে শুধু কনটেন্ট তৈরি করলেই নয় ৷কিছু প্রমাণিত কৌশল এবং
নিয়মিত প্র্যাকটিস ব্যবসা প্রচারণা আরো ফলপ্রসূ করে৷
নিয়মিত প্রেস করার নিয়মিত পোস্ট করা গ্রাহকের সঙ্গে সংযোগ বাড়ায় বজায় রাখে
একটি স্টাডিতে দেখা গেছে নিয়মিত পোস্ট করলে ব্র্যান্ডের এনগেজমেন্ট ঘরে ৫০%
পর্যন্ত বৃদ্ধি পায় ব্যান্ডের সঙ্গে যুক্ত রাখে এবং বিশ্বাসযোগ্যতা বাড়ায়৷
অর্গানিক আরপেড দুটো মিলিয়ে কাজ করা শুধু অর্গানিক পোস্টের ওপর নির্ভর করলে
সীমিত পৌঁছানো সম্ভব ৷ পেড এড এবং অর্গানিক কনটেন্ট এর সমন্বয় ব্যবসাকে দ্রুত
এবং কার্যকর ফল দেয়৷
পুরনো কনটেন্ট আপডেট করে ব্যবহার করা পুরনো পোস্ট বা ভিডিও নতুন তথ্য বা
ট্রেন্ড অনুযায়ী আপডেট করলে আবারও দর্শকের কাছে প্রসঙ্গিক হয়ে ওঠে এটি সময়
বাচায় এবং ব্র্যান্ডকে সর্বদা বর্তমান রাখে৷
সব সময় সততা আর স্বাভাবিক থাকা গ্রাহক সত্যতা খোঁজে অতিরিক্ত প্রমোশনাল
কনটেন্ট এর চেয়ে স্বাভাবিক মানবিক এবং ব্যক্তিগত সম্পর্ক সংস্পর্শ যুক্ত
কনটেন্ট বেশি এনগেজমেন্ট আনে৷
এই বেস্ট প্র্যাকটিস গুলো মেনে চললে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কৌশল আরো কার্যকর
হয় এবং দীর্ঘমেয়াদে গ্রাহকের আস্থা ও লয়্যালিটি বৃদ্ধি পায়৷
ভবিষ্যতের সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিছু নতুন ধারা
ডিজিটাল মার্কেটিং এর এই দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সোশ্যাল মিডিয়া মার্কেটিং ও
প্রতিনিয়ত নতুন রূপ নিচ্ছে৷ ভবিষ্যতে এর কয়েকটি প্রধান দিক নিচে আলোচনা করা
হলো
আরো ব্যক্তিগত অভিজ্ঞতা ভবিষ্যতে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কেবল তথ্যপ্রদর্শন
করবে না বরং ব্যবহারকারীর আগ্রহ ও আচরণ একে আরো গভীরভাবে বিশ্লেষণ করবে
ব্যান্ডগুলো এমন কনটেন্ট তৈরি করবে যা প্রতিটি গ্রাহকের কাছে ব্যক্তিগত মনে হয়
এর ফলে কাস্টমার এংগেজমেন্ট ও বিক্রয় দুটোই বহু গুনে বেড়ে যাবে৷
ভিডিওর জয়যাত্রা শর্ট এবং লং ফ্রম ভিডিও কনটেন্ট আগামী দিনের মার্কেটিং এর
অন্যতম প্রধান মাধ্যম হবে যেহেতু মানুষ ভিডিওর মাধ্যমে দ্রুত ও সহজে তথ্য পেতে
পছন্দ করে তাই রিল শট বা লাইফ ভিডিওর গরু তো আরো বাড়বে। যার যারা এই ট্রেনদের
সাথে তাল মিলিয়ে আকর্ষণীয় ভিডিও তৈরি করতে পারবে তারাই সবার আগে এগিয়ে থাকবে
এই ক্ষেত্রে প্রায় ডিজিটাল মার্কেটিং এজেন্সি এর সহায়তা নিয়ে কাস্টমাইজড ভিডিও
কৌশল তৈরি করবে৷
ভবিষ্যতে ডিজিটাল মার্কেটিং হবে ডাটা চালিত ভিডিও নির্ভর এবং আরো বেশি
কাস্টমাইজাড৷ এই পরিবর্তনের সঙ্গে যারা নিজেদের মানিয়ে নিতে পারবে তারাই
প্রতিযোগিতায় এগিয়ে থাকবে ডিজিটাল মার্কেটিং এর৷
শেষ কথা: সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি
কল্পনা করেন আপনার হাতের ছোট মোবাইলটি হতে পারে একটি জাদুর বাক্স৷ এখানে লুকিয়ে
আছে এমন কিছু রহস্য যা তোমার গল্পকে হাজার মানুষের চোখে পৌঁছে দেবে৷ তুমি শুধু
একটি পোস্ট দাও আর দেখো কিভাবে জাদুর মতো সবাই তোমার কথায় কান পেতে বসে আছে৷
এটা শুধু লেখা বা ছবি নয় এটা একরকম খুশিরখেলা৷ যেখানে প্রতিটি ক্লিক মানে নতুন
হাসি প্রতিটি লাইন মানে এক ঝলক আলো তুমি যদি এই খেলার মজা ধরতে পারো তাহলে তোমার
স্বপ্ন রঙিন হয়ে উঠবে৷ আসো একটু ভিন্নভাবে দেখি যেন প্রতিদিন শুরু হয় নতুন এক
উৎসব দিয়ে৷" ধন্যবাদ"
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url