গাজার শিশুদের জন্য পোলিও টিকা পাঠাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা -

 

 ইসরায়েলি বর্বরতার শিকার ফিলিস্তিনের গাজা উপত্যকার শিশুদের জন্য ১০ লাখ পোলিও টিকা পাঠাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই টিকার চালান সেখানে পৌঁছাবে বলে জানিয়েছেন সংগঠনটির মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস।


সম্প্রতি যুক্তরাজ্যের দৈনিক গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানিয়েছেন।


গেব্রিয়েসুস বলেন, যদিও এখন পর্যন্ত গাজায় পোলিওর প্রদুর্ভাবের কোনো সংবাদ পাওয়া যায়নি, কিন্তু এ ধরনের অঘটন ঘটতে কতক্ষণ? যদি একবার এর প্রাদুর্ভাব ঘটে, তাহলে হাজার হাজার শিশু এতে আক্রান্ত হবে। তাই আগাম সতর্কতা হিসেবে এই টিকাগুলো পাঠানো হচ্ছে।


এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, তাদের তত্ত্বাবধানেই গাজায় পোলিও টিকাদান কর্মসূচি পরিচালিত হবে।


‘পোলিওমাইলিটিস’ রোগটির সংক্ষিপ্ত নাম পোলিও। ভাইরাসজনিত এই রোগটি সরাসরি রোগীর স্নায়ুতন্ত্রে আঘাত করে। ফলে এই রোগে আক্রান্তরা সেরে উঠলেও অধিকাংশই পঙ্গু হয়ে যায়। সাধারণত শিশুরা এই রোগে আক্রান্ত হয় এবং ১ থেকে ৫ বছর বয়সী শিশুরা সবচেয়ে ঝুঁকিতে থাকে।


১৯৮৮ সাল থেকে বিশ্বজুড়ে টিকাদান কর্মসূচির পর থেকে বিভিন্ন দেশে কমতে থাকে পোলিও’র প্রকোপ। বর্তমানে শুধ আফগানিস্তান,পাকিস্তান ও আফ্রিকার কিছু দেশ ব্যতীত বিশ্বের আর কোনো দেশে পোলিও নেই।


Post a Comment

أحدث أقدم