ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৮

 

 ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৮

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু নিয়ে আরও ১৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১১৮ জনই চট্টগ্রাম বিভাগের। এ সময় নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। ফলে চলতি বছরে মশাবাহিত রোগটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে।


শুক্রবার (২৬ জুলাই) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।


প্রতিবেদনে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৮ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ৩০ জন রয়েছেন। এছাড়া চট্টগ্রামের ১১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ জুলাই পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট পাঁচ হাজার ৩৯৮ জন। যাদের মধ্যে ৬০ দশমিক ৯০ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ১০ শতাংশ নারী। এ সময় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন চার হাজার ৮৪২ জন। এ সময় পর্যন্ত মারা গেছেন ৫২ জন। এর মধ্যে ৯০ শতাংশ নারী এবং ৪৭ দশমিক ১০ শতাংশ পুরুষ।


গেল বছর দেশে তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন এবং ৭০৫ জন মারা যান। এই রোগটিতে আক্রান্ত হয়ে দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ মৃত্যু ছিল এটি। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিন লাখ ১৮ হাজার ৭৪৯ জন।


এর আগে, ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ৩৫৪ জন। ওই সময়ে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল। ২০২০ সালে করোনা মহামারীকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। ওই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।



Post a Comment

أحدث أقدم