একাদশ শ্রেণি প্রথম ও দ্বিতীয় সেমিস্টার বাংলা সাজেশন

প্রিয় পাঠক বন্ধুরা, আজকের এই লেখাতে আমরা ক্লাস ইলেভেন ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার বাংলা পরীক্ষার ফাইনাল সাজেশন তৈরি করে দিচ্ছি৷ যা থেকে তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে কোন কোন অধ্যায় পড়লে পরীক্ষায় ভালো রেজাল্ট করা সম্ভব।

একাদশ-শ্রেণি-প্রথম-ও-দ্বিতীয়-সেমিস্টার-বাংলা-সাজেশন
তাহলে চলুন আজকের এই পশ্চিম মূল বিষয় সম্পর্কে জেনে নেওয়া যাক যেটি হচ্ছে একাদশ শ্রেণি প্রথম ও দ্বিতীয় সেমিস্টার বাংলা সাজেশন ২০২৫৷ আশা করছি তোমরা সকলেই বড় পোস্টে পড়বে এবং পোস্টটি পড়ার পর উপকৃত হবে৷

যে সকল বিষয় পড়তে হবে

গদ্যাংশ

  • অপরিচিতা
  • বিলাসী
  • আমার পথ
  • মানব কল্যাণ
  • মাসি পিসি
  • ৫২দিনগুলো
  • রেইনকোট

পদ্যাংশ

  • সোনার তরী
  • প্রতিদান
  • বিদ্রোহী
  • তাহারে পড়ে মনে
  • আঠারো বছর বয়স
  • ফেব্রুয়ারি ১৯ ৬৯
  • আমি কিংবদন্তির কথা বলছি

গদ্যাংশ

আমরা সকলেই জানি যে বাংলা সাহিত্য হচ্ছে আমাদের সংস্কৃতি প্রাণ৷ তাই তোমাদের এই একাদশ শ্রেণির গদ্যাংশে পাঠ্য লেখাগুলি শুধু পরীক্ষার প্রস্তুতির জন্য নয় জীবনের মূল্যবোধ গঠনের দিক থেকেও গুরুত্বপূর্ণ৷ লেখকদের ভাবনা সমাজ চেতনা ও ভাষার এক অপূর্ব অনুধাবন করে পাঠ আরো আনন্দদায়ক হয়ে ওঠে৷ তাই অধ্যায় অনুযায়ী সংক্ষিপ্ত নোট তৈরি করা ও মূল বক্তব্য অনুশীলন করা উচিত নিয়মিত পার্থ চর্চা ভালো ফলাফলের মূল চাবিকাঠি হিসেবে দাঁড়ায়৷


মিনস ভাই হচ্ছে যে দ্বিতীয় সেমিস্টারের পাঠ্যসূচির গভীরতা কিছুটা বৃদ্ধি পায় কারণ সেই সময় ভাগ করে পড়া অত্যন্ত জরুরী প্রতিটি গদ্যাংশের লেখক পরিচিতি মূলভাব ও গুরুত্বপূর্ণ উক্তি মুখস্ত রাখতে হয়৷ এরূপ পাশাপাশি অনুশীলনী প্রশ্নগুলি উত্তর লেখার অভ্যাস করলে পরীক্ষায় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় সাহিত্যের সৌন্দর্য উপলব্ধি করে ও শেখা যায় শুধু মুখস্ত নয়, অনুভব করেও প্রতিটি শব্দের মর্ম এভাবেই বাংলা ভাষা ও সাহিত্য তোমার জ্ঞানকে করে তুলবে আরো সমৃদ্ধ৷

অপরিচিতা

১ প্রশ্ন: হরিশ কোথায় কাজ করে?

উত্তর:হরিস কানপুরে কাজ করে৷

২ প্রশ্ন: কল্যাণী কোন স্টেশন স্টেশনে নেমেছিল?

উত্তর: কল্যাণী কানপুর স্টেশনে নেমেছিল৷

৩ প্রশ্ন: অপরিচিতা গল্পে মামা অনুপমের চেয়ে কত বছর বয়স বড় ছিল?

উত্তর: অপরিচিতা গল্পে মামা অনুপমের চেয়ে ৬ বছরের বড় ছিল৷

৪ প্রশ্ন: কোন কথা স্মরণ করে অনুপমের মামা ও মা একযোগে বিস্তর হাসলেন?

উত্তর: গায়ে হলুদের অনুষ্ঠানে বিস্তর লোকদের আদর আপ্যায়ন করে তাদের বিদায় দিতে কোন পক্ষকে যে নাকাল হতে হবে সে কথা স্মরণ করে অনুপমের মামা ও তার মা এ যোগ্য হয়ে মিস্টার হাসলেন৷

৫ প্রশ্ন: অপরিচিতা গল্পটি প্রথমে কোথায় প্রকাশিত হয়?

উত্তর: অপরিচিতা গল্পটি প্রথমে প্রকাশিত হয় ১৩২১ বঙ্গাব্দে প্রমথ চৌধুরী সম্পাদিত সবুজপত্র পত্রিকায় কার্তিক সংখ্যায়৷

৬ প্রশ্ন: অনুপমকে মাকাল ফলের সাথে তুলনা করে বিদ্রুপ করেছিল কে?

উত্তর: পন্ডিত মশাই অনুপমকে মাকাল ফলের সাথে তুলনা করে বিদ্রুপ করেছিলেন৷

৭ প্রশ্ন: অনুপমের পিস্তুতে ভাইয়ের নাম কি?

উত্তর: অনুপমের পিষ্টুতো ভাইয়ের নামভাইয়ের নাম বিনুদা৷ 

৮ প্রশ্ন: অনুপমের বাবার পেশা কি ছিল?

উত্তর: অনুপমের বাবার পেশা ছিল ওকালতি বা আইন ব্যবসায়ী৷

৯ প্রশ্ন: অপরিচিতা গল্পে কন্যাকে কি দিয়ে আশীর্বাদ করা হয়েছিল?

উত্তর: অপরিচিতা গল্পে কন্যাকে এয়ার রিং দিয়ে আশীর্বাদ করা হয়েছিল৷

১০ প্রশ্ন: কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হলো?

উত্তর: কন্যাকে আশীর্বাদ করার জন্য বিনোদ দাদাকে পাঠানো হলো।

১১ প্রশ্ন: বিবাহ ভাঙ্গার পর হতে কন্নালে কোন ব্রত গ্রহন করেছেন?

উত্তর: বিবাহ ভাঙ্গার পর হতে কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করেছে৷

১২ প্রশ্ন: অপরিচিতা গল্পে কাকে গজননেরছোট ভাই বলা হয়েছে?

উত্তর: অপরিচিতা গল্পে অনুপম কে ক'জন অনেক ছোট ভাই বলা হয়েছে৷

১৩প্রশ্ন: অপরিচিতা গল্পের সম্ভুনাথের পেশা কি ছিল?

উত্তর: অপরিচিতা গল্পের শম্ভুনাথের পেশা ছিল ডাক্তারি

১৪ প্রশ্ন: কেমন আছেন কেমন স্বভাবের মানুষ?

উত্তর: সম্ভাবনা আছেন পরোপকারী সত্যবাদী মানুষ৷

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url